২০২০ সালের ৭ মার্চ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, দেশের একটি মানুষও গৃহহীন বা ভূমিহীন থাকবে না। তাঁর এই ঘোষণার পর সারা দেশের ভূমিহীন ও গৃহহীনদের জন্য ঘর তৈরি করে দেওয়ার প্রকল্প গ্রহণ করা হয়। এই প্রকল্পের আওতায় সারা দেশে ভূমি ও গৃহহীনদের বাড়ি নির্মাণ করে দিচ্ছে সরকার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ‘মুজিববর্ষে’ প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ উপহার হিসেবে প্রতিটি গৃহহীন-ভূমিহীন পরিবারই পাচ্ছে দুর্যোগ-সহনীয় সেমিপাকা ঘর, আর ২ শতাংশ জমির মালিকানা।
আশ্রয়ণ প্রকল্পের কিছু ঘর নির্মাণের পরপরই ভেঙে যাওয়া নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কথা বলেছেন। জানিয়েছিলেন, কিছু লোক হাতুড়ি-শাবল দিয়ে ঘর ভেঙে গণমাধ্যমে দিয়েছে। বাস্তবেও তেমনটি ঘটেছে সম্প্রতি। সাটুরিয়া উপজেলার রৌহা আশ্রয়ণ প্রকল্পে নির্মাণাধীন ঘরের পিলার ভেঙে ফেলেছে দুর্বৃত্তরা। গত বৃহস্পতিবার কাজ শেষে বিকেলে নির্মাণ শ্রমিকরা ফিরে যান। শুক্রবার ছিল ছুটির দিন। শনিবার সকালে কাজ করতে এসে শ্রমিকরা দেখেন আটটি ঘরের নির্মাণ করা বারান্দার পিলার ভেঙে মাটিতে পড়ে রয়েছে।
আশ্রয়ণ প্রকল্পটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ আগ্রহের প্রকল্প হিসেবেই বিবেচিত হয়। সরকারের অর্জনকে ম্লান করার জন্য এমন ধ্বংসাত্মক তৎপরতা চালানো কোনোভাবেই কাম্য নয়। আমরা চাই, যারা আশ্রয়ণ প্রকল্পের ক্ষতিসাধন করছে, তাদের অবিলম্বে গ্রেপ্তার করা হোক। সবার দৃষ্টান্তমূলক শাস্তি হোক।