আবহাওয়া অফিস জানিয়েছে, দেশের দুই জেলার ওপর দিয়ে অতি তীব্র তাপপ্রবাহ (৪২ ডিগ্রি বা তার বেশি) বয়ে গেছে। তীব্র তাপপ্রবাহ অর্থাৎ ৪০ ডিগ্রি বা এর বেশি তাপমাত্রা ছিল অন্তত ১২ জেলায়। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে অন্তত ২১ জেলার ওপর দিয়ে। আবহাওয়াবিদদের ধারণা, আগামী কয়েক দিন তাপমাত্রা আরো বাড়তে পারে। পারদ ৪৩ ডিগ্রি সেলসিয়াস অতিক্রম করতে পারে।অতিরিক্ত তাপের ফলে মানুষের শরীরে পানির চাহিদা বেড়ে যায়। পিপাসা মেটাতে যেখানে-সেখানে পানি পানে বাধ্য হয়। এর ফলে এ সময় মানুষ ডায়রিয়ায় বেশি আক্রান্ত হয়। উদ্বেগজনক খবর হলো, যে কলেরাকে আমরা বিদায় করতে সক্ষম হয়েছিলাম, তা-ও দ্রুত ফিরে আসছে। আর এই উচ্চ তাপমাত্রায় সবচেয়ে ঝুঁকিতে থাকে শিশুরা।এ ছাড়া বৃদ্ধ কিংবা দীর্ঘমেয়াদি অসুখ; যেমন—হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি জটিলতা, ক্যান্সারের মতো রোগ রয়েছে যাদের, তাদের ক্ষেত্রেও অতিরিক্ত সাবধানতা অবলম্বন করা প্রয়োজন।
তীব্র তাপপ্রবাহের এই সময়ে হাসপাতালগুলোতে অতিরিক্ত ব্যবস্থা রাখতে হবে। ওষুধ-স্যালাইনের সরবরাহ বাড়াতে হবে। পাশাপাশি কিছু স্থায়ী উপশম ব্যবস্থার প্রতিও নজর দিতে হবে। ঢাকার অনেক রাস্তায় গরমে অতিষ্ঠ মানুষের বিশ্রাম নেওয়ার বা গাছতলায় বসার মতো সুযোগও নেই। বিশুদ্ধ পানির ব্যবস্থা তো নেই। জলবায়ু পরিবর্তনের সঙ্গে খাপ খাওয়ানোর জন্যও পর্যাপ্ত প্রস্তুতি থাকা প্রয়োজন।