এ ছাড়া ছোট কয়েকটি প্রতিষ্ঠানও পণ্যটি আমদানি করে। এরা শুল্ক কমানোর সুবিধা নিলেও দাম কমাচ্ছে না। সোমবার রাজধানীর কারওয়ান বাজার, বনানী কাঁচাবাজারসহ বেশ কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা যায়, আগের দামেই চিনি বিক্রি হচ্ছে, খোলা চিনি ১৩০ টাকা কেজি ও প্যাকেটজাত চিনি ১৩৫ টাকা।
বিক্রেতারা বলছেন, কম্পানির পক্ষ থেকে এখনো দাম কমানো হয়নি। বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ গত সোমবার কারওয়ান বাজারে পণ্যমূল্য পর্যবেক্ষণ করতে গিয়ে ব্যবসায়ীদের যৌক্তিক পর্যায়ে লাভ করার আহ্বান জানান। কিন্তু ব্যবসায়ীরা কি তাঁর এ আহ্বানে সাড়া দেবেন?
আমরা মনে করি, বাজারে পণ্যমূল্য নিয়ন্ত্রণে গঠিত টাস্কফোর্স, ভোক্তা অধিকার, প্রতিযোগিতা কমিশন, ট্যারিফ কমিশন—প্রতিটি প্রতিষ্ঠানকে তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। ওপেন মার্কেট সেল, ন্যায্য মূল্যে পণ্য বিক্রিসহ বাজারে সরকারের হস্তক্ষেপ আরো বাড়াতে হবে। বাজারে যারা কারসাজি করে তাদের প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে।