২০১৮, ২০১৯ ও ২০২০ সালে স্বাস্থ্য ব্যয়ে সরকারের অংশ ছিল যথাক্রমে ২৮, ২৬ ও ২৩ শতাংশ। অর্থাৎ প্রতিবছরই তা কমেছে। এই বছরগুলোতে ব্যক্তির নিজস্ব ব্যয় ছিল যথাক্রমে ৬৪, ৬৬ ও ৬৯ শতাংশ, অর্থাৎ ক্রমেই বেড়েছে। এমনটি কেন হবে?
এটি তো ২০০৮ সালে আওয়ামী লীগের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির বরখেলাপ। ২০১২ সালে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট যে কৌশলপত্র প্রণয়ন করেছিল, তাতে বলা হয়েছিল, ক্রমান্বয়ে ব্যক্তির নিজস্ব ব্যয় কমিয়ে আনা হবে এবং ২০৩২ সালে তা হবে মাত্র ৩২ শতাংশ। বাস্তবে দেখছি তার উল্টোটা। ক্রমেই তা বাড়ছে।
আমরা মনে করি, সরকার জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সরকারি স্বাস্থ্যসেবার মানসম্মত উন্নয়ন নিশ্চিত করা হবে।