English

16 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- Advertisement -

জনস্বাস্থ্যকে প্রাধান্য দিন: সরকারি স্বাস্থসেবার দুরবস্থা

- Advertisements -
সরকার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কিছু পদক্ষেপ নিলেও সঠিক ব্যবস্থাপনার অভাবে সাধারণ মানুষ তার সুফল খুব একটা পাচ্ছে না। চিকিৎসার জন্য ব্যক্তির নিজস্ব খরচ এখনো অনেক বেশি এবং ক্রমেই তা বাড়ছে। সরকারি হাসপাতালে সাধারণত দরিদ্র রোগীরাই ভিড় জমায়। তাদের চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে সেখানে বিনা মূল্যে ওষুধ প্রদান করা হয়।
কিন্তু বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) জরিপের উল্লেখ করে বলা হয়েছে, সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে রোগীরা প্রয়োজনের মাত্র ১.৬২ শতাংশ ওষুধ বিনা মূল্যে পায়। বাকি ওষুধ রোগীদের নিজ খরচে কিনতে হয়। শুধু তা-ই নয়রোগীদের পরীক্ষা-নিরীক্ষার একটা বড় অংশই করাতে হয় বাইরের ক্লিনিক থেকে উচ্চমূল্যেযার ফলে দরিদ্র অনেক রোগী সেই ব্যয় নির্বাহ করতে পারছে না। তারা হয় বিনা চিকিৎসায় থাকছে, না হয় কবিরাজি কিংবা বিকল্প চিকিৎসার আশ্রয় নিচ্ছে।
বর্তমানে চিকিৎসার যে হাল তা নিয়ে উদ্বিগ্ন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। অনেকের মতে, জনস্বাস্থ্যের অবস্থা দিন দিন নিম্নমুখী হচ্ছে। ব্যক্তির চিকিৎসা ব্যয় ক্রমাগতভাবে বাড়তে থাকায় অনেক দরিদ্র মানুষ চিকিৎসাসেবার বাইরে থেকে যাচ্ছে। বিবিএসের সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপে প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, দুই-তৃতীয়াংশ মানুষ গ্যাস্ট্রিক, রক্তচাপ, বাতজ্বর, হাঁপানি ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগে ভুগলেও তাদের মধ্যে ৮০ শতাংশের বেশি কোনো ধরনের চিকিৎসাই নেয় না।
বিশেষজ্ঞরা বলছেন, গত দুই দশকে স্বাস্থ্য ব্যয়ে সরকারের অংশ ক্রমান্বয়ে কমে ব্যক্তির নিজস্ব খরচ বেড়েছে। খরচ বাঁচাতে বেশির ভাগ মানুষ এখন চিকিৎসকের কাছে যায় না। নিজেরাই দোকান থেকে ওষুধ কিনে খায়। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্য মতে, চিকিৎসাপ্রার্থীদের ৬৪.৬ শতাংশ অর্থই ব্যয় হয় ওষুধের পেছনে। বাকি ব্যয় হয় রোগ নির্ণয় বা বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষা, চিকিৎসক দেখানো, হাসপাতালে ভর্তি এবং অন্যান্য চিকিৎসা সরঞ্জাম ও সেবা নেওয়ার পেছনে।
২০১৮, ২০১৯ ও ২০২০ সালে স্বাস্থ্য ব্যয়ে সরকারের অংশ ছিল যথাক্রমে ২৮২৬ ও ২৩ শতাংশ। অর্থাৎ প্রতিবছরই তা কমেছে। এই বছরগুলোতে ব্যক্তির নিজস্ব ব্যয় ছিল যথাক্রমে ৬৪, ৬৬ ও ৬৯ শতাংশ, অর্থাৎ ক্রমেই বেড়েছে। এমনটি কেন হবে?
এটি তো ২০০৮ সালে আওয়ামী লীগের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতির বরখেলাপ। ২০১২ সালে স্বাস্থ্য অর্থনীতি ইউনিট যে কৌশলপত্র প্রণয়ন করেছিলতাতে বলা হয়েছিল, ক্রমান্বয়ে ব্যক্তির নিজস্ব ব্যয় কমিয়ে আনা হবে এবং ২০৩২ সালে তা হবে মাত্র ৩২ শতাংশ। বাস্তবে দেখছি তার উল্টোটা। ক্রমেই তা বাড়ছে।
আমরা মনে করি, সরকার জনস্বাস্থ্যকে সর্বোচ্চ অগ্রাধিকার দেবে। সরকারি স্বাস্থ্যসেবার মানসম্মত উন্নয়ন নিশ্চিত করা হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন