অন্তর্বর্তী সরকার এরই মধ্যে এমন বেশ কিছু অবাস্তবায়িত প্রকল্প বাতিল করেছে কিংবা বাস্তবায়ন স্থগিত রেখেছে। গতকাল কালের কণ্ঠে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) এমন আরো কিছু প্রকল্পের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে।
জানা গেছে, গত ১৯ আগস্ট পরিকল্পনা কমিশনের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রাজনৈতিক বিবেচনায় নেওয়া এবং কম গুরুত্বপূর্ণ প্রকল্পের তালিকা করার নির্দেশ দিয়েছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ওই নির্দেশের পর বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের পক্ষ থেকে এ ধরনের প্রকল্পের তালিকা তৈরির কাজ শুরু হয়।