কিন্তু এই সমস্যা মোটেও অবজ্ঞা বা অবহেলা করার বিষয় নয়।
বাংলাদেশে মানসিক স্বাস্থ্য নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। চিকিৎসকের কাছে যাওয়া তো দূরের কথা, মানুষ সাধারণত পরিবারের কোনো সদস্যের মানসিক সমস্যাকে স্বীকারই করতে চায় না। অনেকেই মানসিক সমস্যা আর পাগলের মধ্যে কোনো তফাত করতে পারে না।
গ্রামাঞ্চলে অনেকেই মানসিক অসুস্থতাকে জিন-ভূতের আছর হিসেবে দেখে থাকে। মানসিক অসুস্থতায় তারা চিকিৎসকের বদলে ওঝা-কবিরাজের আশ্রয় নেয়। ওঝারা ভূত তাড়ানোর নামে রোগীর ওপর শারীরিক নির্যাতন করেন, যা রোগীর জন্য আরো ক্ষতির কারণ হয়।
গবেষণায় উঠে এসেছে, করোনা মহামারির পর সারা বিশ্বেই মানসিক সমস্যার প্রাদুর্ভাব অনেক বেড়েছে। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। তাই বাংলাদেশে, বিশেষ করে উপজেলা পর্যায়ে মানসিক স্বাস্থ্যের চিকিৎসার সুযোগ-সুবিধা দ্রুত বৃদ্ধি করা প্রয়োজন।