টেন্ডার জালিয়াতির মাধ্যমে বাজারদরের চেয়ে অনেক বেশি দামে কেনা হয়েছে চার লাখ ৯০ হাজার মিটার। অভিযোগ রয়েছে, এই জালিয়াতিতে সাবেক তিন সংসদ সদস্যের পাশাপাশি যুক্ত ছিলেন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তাঁর এক বন্ধু এবং সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু।
জানা যায়, এভাবে প্রি-পেইড মিটার স্থাপনে অতিরিক্ত কয়েক শ কোটি টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি, যার মূল্য এখনো বিদ্যুৎ গ্রাহকদের পরিশোধ করতে হচ্ছে।
প্রকাশিত খবর থেকে জানা যায়, ২০২২ সালের ৩ এপ্রিল পল্লী বিদ্যুতায়ন বোর্ড ‘স্মার্ট প্রি-পেইড মিটার অ্যান্ড মিটার কমিউনিকেশন সিস্টেম স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় লট-১-এ চার লাখ ৯০ হাজার স্মার্ট প্রি-পেইড মিটার এবং মিটার কমিউনিকেশন সিস্টেম ক্রয়ের জন্য দরপত্র আহ্বান করে।
কাজ পেতে জেবিসিএ অব অকোলিন টেক বিডি লিমিটেড এবং এসকিউ ওয়্যার অ্যান্ড কেবলস লিমিটেড যৌথভাবে দরপত্র জমা দেয়। অন্যদিকে ভিকার ইন্টারন্যাশনাল জেভি এক্সজে মিটারিং কম্পানি লিমিটেড এবং জেভি গ্লোবাল ব্র্যান্ড প্রাইভেট লিমিটেড যৌথভাবে দরপত্রে অংশ নেয়।
এসব প্রতিষ্ঠানের মাধ্যমে মিটার কিনতে কয়েক শ কোটি টাকা অতিরিক্ত পরিশোধ করতে হয়।
ভাগাভাগি করে এভাবে কাজ হাতিয়ে নেওয়ার দৃষ্টান্ত নতুন নয়। এই জালিয়াতির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। পাশাপাশি এভাবে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অতিরিক্ত অর্থ তাদের ফেরত দেওয়ার ব্যবস্থা করা হোক।