হিমেল অপহরণের ঘটনায় গ্রেপ্তারকৃতদের আরেকজন পেশায় অটোচালক। অস্ত্র, ডাকাতিসহ দুটি মামলায় ছয় বছরের বেশি সময় কারাভোগ করে সে।
ভিন্ন পেশার আড়ালে সংঘবদ্ধ অপহরণকারীচক্র দেশজুড়েই সক্রিয়। অন্যান্য অপরাধেও জড়িত তারা। খুব স্বাভাবিকভাবেই মানুষ আতঙ্কিত। সেই আতঙ্ক আরো বেড়ে যাচ্ছে, যখন কিছু ক্ষেত্রে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কিছু সদস্যকেও দেখা যায় অপহরণকারীর ভূমিকায়।
যেমন—মাসখানেক আগে রাজধানীর ভাটারা এলাকার বাসা থেকে এক ব্যবসায়ীকে তুলে নিয়ে ৫০ লাখ টাকা আদায় করে কয়েক ব্যক্তি, যাদের মধ্যে একটি বাহিনীর সদস্যও ছিলেন।
এ অবস্থার অবসান হওয়া দরকার। আইন-শৃঙ্খলা রক্ষায় আরো সক্রিয় হতে হবে। গোয়েন্দা নজরদারি বাড়াতে হবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে হবে।