প্রকল্প বাস্তবায়নের দায়িত্বে থাকা যশোর পাউবোর নির্বাহী প্রকৌশলী পলাশ কুমার ব্যানার্জির কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘বিষয়টি আমাদের জানা ছিল না।…খালগুলোতে যাতে দ্রুত নদী সংযুক্ত করা যায়, সে ব্যাপারে উদ্যোগ নেওয়া হবে।’
আমরাও আশা করি, এলাকার হাজার হাজার কৃষকের দুর্ভোগ লাঘবের জন্য দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে এবং স্থায়ীভাবে খালগুলোকে নাব্য করা হবে।