অর্থনীতিবিদদের মতে, যেহেতু অর্থপাচার হয় বাণিজ্যের আড়ালে, সেহেতু এনবিআরের ভূমিকা বেশি। যে টাকা দেশের বাইরে চলে গেছে, সেটা ফেরত আনার চেয়ে যে টাকাটা চলে যেতে পারে, সেটা আটকানো বেশি গুরুত্বপূর্ণ ও সহজ। যেসব সংস্থা অর্থপাচার রোধের সঙ্গে যুক্ত তাদের তৎপরতা বাড়াতে হবে। টাকা ফেরতের ক্ষেত্রে সুনির্দিষ্ট কিছু পদক্ষেপ যদি দৃশ্যমান হয়, তাহলে মানুষ একটা ভরসা পাবে। খুব দ্রুত কিছু পদক্ষেপ নিতে হবে।
অতীতে পাচার হওয়া টাকা ফেরত আনার ব্যাপারে গণমাধ্যমে প্রচুর লেখালেখি হয়েছে। কিন্তু পাচার হওয়া টাকা ফেরত আনার কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি। বাংলাদেশের অর্থনীতির সবচেয়ে বেশি ক্ষতি করছে দেশের সম্পদ ও মুদ্রাপাচার। দীর্ঘদিন ধরেই চলে আসছে এই ক্ষতিকর প্রবণতা। পাচারকৃত সম্পদ ও মুদ্রা পুনরুদ্ধারে আমাদের আরো কঠোর হতে হবে।