এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দেশের অর্থনীতির ক্ষতি করে দেশে-বিদেশে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ওরফে লোটাস কামাল।
মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির নামে এক হাজার ১২৮ কোটি ৬১ লাখ ৫০ হাজার টাকা লোপাট ও পাচারের মূল হোতা ছিলেন সাবেক এই অর্থমন্ত্রী। এ ছাড়া পারিবারিক সদস্যদের যোগসাজশেও এক হাজার ১৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং মানি লন্ডারিংও করেছেন, যা দেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান খাতের জন্য অত্যন্ত উদ্বেগজনক।