English

31 C
Dhaka
মঙ্গলবার, এপ্রিল ১, ২০২৫
- Advertisement -

এই ধারা অব্যাহত থাক প্রবাস আয়ের রেকর্ড

- Advertisements -

অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য একটি বড় সুখবর হচ্ছে রেমিট্যান্স বা প্রবাস আয়ের ক্রমাগত বৃদ্ধি। রেমিট্যান্সযোদ্ধারা বৈধ পথে ক্রমেই বেশি করে অর্থ পাঠাচ্ছেন। ফলে প্রতি মাসেই বাড়ছে প্রবাস আয়ের পরিমাণ।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ঈদের আগে চলতি মাসের প্রথম ২৬ দিনে ২৯৪ কোটি ডলারের প্রবাস আয় এসেছে।

অর্থনীতি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভের জন্য একটি বড় সুখবর হচ্ছে রেমিট্যান্স বা প্রবাস আয়ের ক্রমাগত বৃদ্ধি।

রেমিট্যান্সযোদ্ধারা বৈধ পথে ক্রমেই বেশি করে অর্থ পাঠাচ্ছেন। ফলে প্রতি মাসেই বাড়ছে প্রবাস আয়ের পরিমাণ।

প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, ঈদের আগে চলতি মাসের প্রথম ২৬ দিনে ২৯৪ কোটি ডলারের প্রবাস আয় এসেছে।

সরকার রেমিট্যান্সের প্রবাহ বাড়ানোর জন্য বেশ কিছু পদক্ষেপও নিয়েছে। এসব কারণে প্রবাসীরাও বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে আগ্রহ দেখাচ্ছেন। একই সঙ্গে কমেছে হুন্ডি ব্যবসা ও অর্থপাচার। খোলাবাজারের মতোই এখন ব্যাংকে রেমিট্যান্সের ডলারের দাম পাওয়া যাচ্ছে।
আড়াই শতাংশ প্রণোদনাও পাচ্ছেন প্রবাসীরা। আসন্ন ঈদুল ফিতরকে কেন্দ্র করে আরো বেশি বেড়েছে রেমিট্যান্সের গতিপ্রবাহ।
কারণ এ সময় প্রবাসীরা দেশে থাকা পরিবারের সদস্যদের কাছে কিছুটা বেশি পরিমাণে অর্থ পাঠান। গত ফেব্রুয়ারি মাসে সব মিলিয়ে প্রবাস আয় এসেছিল ২৫২ কোটি ডলার। এ মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ৩২ লাখ ডলার এসেছে।
বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ পরিসংখ্যানে এমন তথ্য পাওয়া গেছে। চলতি মাসের প্রথম ১৫ দিনে প্রবাস আয় এসেছে ১৬৬ কোটি ডলার। চার দিন পর অর্থাৎ ১৯ মার্চে প্রবাস আয় দাঁড়ায় ২২৫ কোটি ডলার। এর মধ্যে শুধু ১৯ মার্চ এক দিনেই এসেছে ১৩ কোটি ডলার।
আবার ১ থেকে ২২ মার্চ তথা মাসের প্রথম ২২ দিনে প্রবাস আয়ের পরিমাণ দাঁড়ায় ২৪৩ কোটি ডলার, যা ২৪ মার্চে বেড়ে ২৭০ কোটি ডলারে উন্নীত হয়। ২৬ দিনে আয় বেড়ে হয় ২৯৪ কোটি ৫০ লাখ ডলার। চলতি মাসের প্রথম সপ্তাহে গড়ে ১১ কোটি এবং দ্বিতীয় সপ্তাহে গড়ে ১২ কোটি ডলার করে এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ে এসেছিল ১৯৭ কোটি ডলার; বৃদ্ধি পেয়েছে ৪৯.৪৯ শতাংশ।
আমরা মনে করি, বৈধ পথে রেমিট্যান্স আসাকে আরো নানাভাবে উৎসাহিত করতে হবে। পাশাপাশি হুন্ডি ব্যবসার দৌরাত্ম্য কমাতে হবে। একই সঙ্গে বৈদেশিক কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি প্রেরণে আরো বেশি জোর দিতে হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন