রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) নেতাদের সঙ্গে এক মতবিনিময়সভায় বাংলাদেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানোর ওপর জোর দিয়েছে যুক্তরাজ্যের ব্যবসায়ী প্রতিনিধিদল, ইউকে বাংলাদেশ ক্যাটালিস্টস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা ইউকেবিসিসিআই।
তারা বলেছে, ব্রিটিশ-বাংলাদেশি উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। সেই বিনিয়োগ আকর্ষণে এ দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ফেরানো জরুরি।
বাংলাদেশের আর্থিক খাত বা অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে আমাদের সমস্যা অনেক।
নানা রকম চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জগুলো কঠিন ও জটিল। আমাদের সামনে যেসব সমস্যা ও চ্যালেঞ্জ আছে, সেগুলো বিচক্ষণতার সঙ্গে শক্তভাবে সমাধান করতে হবে। এগুলো দূর করতে হবে।অর্থনৈতিক উন্নতি, সামাজিক উন্নয়ন—কোনোটাই সুষ্ঠু এবং ইতিবাচক রাজনৈতিক পরিবেশ না থাকলে হয় না। এটা এখন বাংলাদেশের জন্য বড় একটা চ্যালেঞ্জ।একটা বড় চ্যালেঞ্জ হলো মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি, টাকার মূল্যমান কমে যাওয়া, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়া, হুন্ডি, মুদ্রাপাচার, দুর্নীতি ইত্যাদির পাশাপাশি আছে কর্মসংস্থানের অপ্রতুলতা। মানুষের আয়ের সংস্থানও সংকুচিত হয়ে আসছে।দেশের আর্থিক খাতের সংস্কারের দাবি যেমন দীর্ঘদিনের, তেমনি এই কাজটি বেশ জটিল এবং ব্যাপক এক কর্মযজ্ঞও। দেশের ব্যাংকিং খাতে বিশৃঙ্খল অবস্থা যেমন দীর্ঘদিনের, তেমনি এই খাতের সমস্যারও কোনো অন্ত নেই। খেলাপি ঋণ বাংলাদেশের ব্যাংকিং খাতের জন্য একটি বড় সমস্যা। এমনকি অনেকের মতে এটিই বাংলাদেশের ব্যাংকিং তথা আর্থিক খাতের প্রধান এবং একমাত্র সমস্যা।ব্যাংকিং খাতে বিরাজমান আরো অনেক বড় সমস্যার পরিণতি হচ্ছে মাত্রাতিরিক্ত খেলাপি ঋণ।আর্থিক খাতে আমাদের সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহি আনতে হবে। দুর্নীতি, সরকারি সম্পদের অপচয়, অর্থের অপচয় রোধ করতে হবে। বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য সংস্থার নিয়ম-নীতি যেগুলো আছে, সেগুলো খুব যত্নের সঙ্গে পরিপালন করতে হবে।আর্থিক খাতে সুশাসন প্রতিষ্ঠা করা তার চেয়ে অনেক বেশি কঠিন। গুরুত্ব এবং অগ্রাধিকারের ভিত্তিতে আর্থিক খাতের সমস্যাগুলো চিহ্নিত করতে হবে এবং সে অনুযায়ী সংস্কারের উদ্যোগ নিতে হবে। বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণ রোধ করতে হবে। অবশ্য এ কাজে এখন চ্যালেঞ্জ একটু বেশি। ব্যাংকিং অ্যাক্টে কিছু জিনিস পরিবর্তন ও পরিমার্জন করতে হবে। বিশেষ করে পরিচালনা এবং সুশাসন।আমাদের বৈদেশিক বিনিয়োগ আনতে হবে—এর কোনো বিকল্প নেই। বড় বিনিয়োগ এলে তা নতুন কর্মক্ষেত্র তৈরি করবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। আমাদের প্রত্যাশা, আর্থিক খাতে দ্রুত সব সমস্যা কেটে যাবে। দ্রুত শৃঙ্খলা ফিরবে।