English

25 C
Dhaka
শুক্রবার, ফেব্রুয়ারি ২১, ২০২৫
- Advertisement -

আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না: গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব

- Advertisements -
দেশে শিল্প খাতের অবস্থা অত্যন্ত নাজুক। নতুন বিনিয়োগ হচ্ছে না বললেই চলে। পুরনো বিনিয়োগও ঝুঁকিতে রয়েছে। একের পর এক কারখানা বন্ধ হয়ে যাচ্ছে।
শিল্প বিকাশের পরিবেশও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি ভালো নয়। গ্যাস-বিদ্যুতের অভাবে ক্রমেই লোকসান বাড়ছে। ছোট ও মাঝারি অনেক উদ্যোগ কোনো রকমে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করে যাচ্ছে।
বড় বিনিয়োগকারীরাও স্বস্তিতে নেই। এই অবস্থায় আসছে নতুন বিপদ। খবরে দেখা যায়, সম্প্রতি শিল্প ও ক্যাপটিভের প্রতি ইউনিট গ্যাসের দাম যথাক্রমে ৩০ টাকা ও ৩১ টাকা ৫০ পয়সা থেকে দ্বিগুণেরও বেশি বাড়িয়ে ৭৫ টাকা ৭২ পয়সা করার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস, খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)।
বিশেষজ্ঞরা মনে করছেন, এ মুহূর্তে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হলে দেশের শিল্প খাতের জন্য তা হবে আত্মঘাতী।
জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে গ্যাসের দাম ১৫০ শতাংশের বেশি বাড়ানো হয়েছিল। তখন বলা হয়েছিল, শিল্প-কারখানায় গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করা হবে। নিরবচ্ছিন্ন গ্যাস পাওয়ার আশায় ব্যবসায়ীরা তখন তা মেনেও নিয়েছিলেন। কিন্তু বাস্তবে তা করতে পারেনি বিগত সরকার। অন্তর্বর্তী সরকারের গত ছয় মাসেও গ্যাসের সংকট প্রবলভাবে বিদ্যমান।
অনেক ক্ষেত্রে সংকট আরো বেড়েছে। কোথাও কোথাও গ্যাসসংকটের কারণে শিল্প-কারখানা চলছে রেশনিং পদ্ধতিতে। এই অবস্থায় গ্যাসসংকটের সমাধান না করে নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে তা হবে আত্মঘাতী। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ বলেছেন, গ্যাসের দাম দ্বিগুণ করা হলে একটির পর একটি কারখানা বন্ধ হবে।
সেটি হলে বাংলাদেশের বস্ত্র খাত কোনো দিনই টেকসই হবে না। নতুন বিনিয়োগ আসবে না। এর আগে একই রকম কথা বলেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তিনিও মনে করেন, দাম বাড়ানো হলে তা শিল্পায়নকে নিরুৎসাহ করবে। নতুন বিনিয়োগ আসবে না। কর্মসংস্থান হবে না। বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হবে।
সাম্প্রতিক কালে শিল্প খাত নানা সংকটের মুখে। শ্রমিক অসন্তোষ ক্রমেই বাড়ছে। গ্যাসসংকট ও শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। লোকসান বাড়ছে। এ কারণে ক্রমেই বেশি করে বেতন-ভাতা বকেয়া পড়ছে। সেটিও শ্রমিক অসন্তোষ বাড়াচ্ছে। ফলে টিকে থাকাই কষ্টকর হয়ে পড়েছে।
অনেক কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের দাম বাড়ালে শিল্পোদ্যোক্তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হবে। আমরা আশা করি, সরকার এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

ওমরাহ শেষে দেশে ফিরলেন বাবর

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন