ওয়ানস্টপ ইমার্জেন্সি সার্ভিস হচ্ছে, জরুরি চিকিৎসায় সর্বাধুনিক প্রযুক্তি। এতে রোগীর বিভিন্ন প্যাথলজিক্যাল পরীক্ষা-নিরীক্ষার জন্য অন্য কোথাও যেতে হবে না। থাকবে সার্জারি, মেডিসিন, গাইনি, শিশু ও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে মেডিক্যাল টিম। প্রয়োজনে এখানেই রোগীর জরুরি অপারেশনের ব্যবস্থা করা হবে। যেকোনো রোগী ২৪ ঘণ্টা চিকিৎসা নিতে পারবে। জরুরি রোগীর সেবায় অত্যাধুনিক ল্যাব সাপোর্ট, আলট্রাসনোগ্রাম, ইসিজি, পোর্টেবল এক্স-রেসহ প্রায় সব ধরনের রোগ নির্ণয় সুবিধা থাকবে। চিকিৎসা কর্মকর্তা ছাড়াও এখানে সার্বক্ষণিক বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা পাওয়া যাবে। চিকিৎসকদের পাশাপাশি জরুরি রোগীর সুষ্ঠু ও মানসম্মত সেবা নিশ্চিত করতে নার্স, প্যারামেডিক, ওয়ার্ডবয় ও পরিচ্ছন্নতাকর্মী থাকবেন।
জরুরি রোগীর প্রয়োজনে বিশেষজ্ঞ চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী এখানে জরুরি অস্ত্রোপচারের সুবিধাও পাবে। গুরুতর রোগীর প্রয়োজনে এখানে রয়েছে মেকানিক্যাল ভেন্টিলেশন ও চার শয্যার আইসিইউ সাপোর্ট। বিশেষজ্ঞ চিকিৎসকের সিদ্ধান্ত অনুযায়ী জরুরি রোগী ভর্তি অথবা অবজারভেশনে রেখে চিকিৎসা করার ব্যবস্থা থাকবে।
রোগীর উন্নত ও বিশেষায়িত চিকিৎসার জন্য রেফার্ড হাসপাতালে নেওয়ার জন্য এখানে রয়েছে ২৪ ঘণ্টা অ্যাম্বুল্যান্স সেবা। জরুরি রোগীর প্রয়োজনে ব্যবহৃত বেশির ভাগ ওষুধ এখানে থাকবে। অর্থাৎ একই ছাতার নিচে থাকবে সব চিকিৎসাসেবা। গত সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে একটি ওএসইসি কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, পর্যায়ক্রমে দেশের সব জেলা হাসপাতালে ওয়ানস্টপ ইমার্জেন্সি সেবা (ওএসইসি) খোলা হবে।
দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ওয়ানস্টপ ইমার্জেন্সি সেবা নতুন সংযোজন। এই ব্যবস্থা স্বাস্থ্যসেবা ক্ষেত্রে নিঃসন্দেহে সাধারণ রোগীদের আস্থা অর্জন করবে। সব হাসপাতাল ওয়ানস্টপ ইমার্জেন্সি সেবার আওতায় আসুক—এটাই আমাদের প্রত্যাশা।