এগুলো হলো থানাহাট ইউনিয়নের ফকিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ঘেঁষা এসটি ব্রিকস এবং বালাবাড়ী কিশামতবানু নালারপাড় এলাকায় নালারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে ওয়ারেছ ব্রিকস। দুটিরই দূরত্ব বিদ্যালয় থেকে ২০০ গজের মধ্যে। অথচ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৯ অনুযায়ী বিশেষ কোনো স্থাপনা, রেলপথ, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও ক্লিনিক, গবেষণাপ্রতিষ্ঠান কিংবা অনুরূপ কোনো স্থান বা প্রতিষ্ঠানের এক কিলোমিটারের মধ্যে কোনো ইটভাটা স্থাপন বা পরিচালনা করা যাবে না।
সংশ্লিষ্ট প্রশাসন কিংবা পরিবেশ অধিদপ্তর এমন ইটভাটার অনুমতি বা ছাড়পত্র দিতে পারে না। তাতে কি? ইটভাটা তো চলছে। কোনো কোনো ভাটা মালিকের বক্তব্য, প্রশাসনকে ‘ম্যানেজ’ করেই ইটভাটা চালাচ্ছি।
আগের দিনের একটি খবরে দেখা যায়, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার নাওগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫০ গজেরও কম দূরত্বে ১৭ বছর ধরে চলছে ‘মায়ের দোয়া ব্রিকস’। প্রশাসনের কাছে অনেক অভিযোগ দিয়েও কোনো কাজ হয়নি।
জনস্বাস্থ্য ও পরিবেশ রক্ষার প্রয়োজনে অবিলম্বে অবৈধ ইটভাটা বন্ধ করতে হবে। সংশ্লিষ্ট আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে হবে।