পাচারের শিকার ব্যক্তিদের বিদেশে গিয়ে যৌন নিপীড়ন, দাসত্ব বরণসহ নানা রকম অমানবিক পেশায় নিয়োজিত হতে হচ্ছে। অনেকের মৃত্যুও হয়। আবার অনেককে জিম্মি বানিয়ে তাদের পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায় করার ঘটনাও ঘটে।
কিছুটা উন্নত জীবনের প্রত্যাশায় প্রতিবছর যে শত শত তরুণ অবৈধ পথে বিদেশে পাড়ি জমান, তাঁদের কেউ কেউ প্রচণ্ড দুর্ভোগ মোকাবেলা করে শেষ পর্যন্ত গন্তব্যে পৌঁছতে পারলেও অনেকেই তা পারেন না।অনেককেই অত্যন্ত করুণ পরিণতির মুখোমুখি হতে হয়।
বাংলাদেশ থেকে মানবপাচার উল্লেখযোগ্য পরিমাণে বেড়ে গেছে। বেড়েছে করুণ মৃত্যুর ঘটনাও। মার্কিন যুক্তরাষ্ট্র গত বছর মানবপাচার মোকাবেলা বিষয়ক ২০২৪ সালের যে বৈশ্বিক প্রতিবেদন প্রকাশ করে, তাতে দেখা যাচ্ছে বাংলাদেশের কোনো উন্নতি হয়নি।