কারখানা ভবনটিতে আগুন নেভানোর প্রয়োজনীয় সরঞ্জাম ছিল না। শিশুশ্রমের বিষয়টিও নতুন করে সামনে চলে আসে এই অগ্নিকাণ্ডের ঘটনায়।
ঘটনার তদন্তে ফায়ার সার্ভিস পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। এ ছাড়া পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করে কলকারখানা পরিদপ্তরও। ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকেও সাত সদস্যের আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়। এসব তদন্ত কমিটির প্রতিবেদনও নিশ্চয়ই মামলায় বিবেচনায় নেওয়া হবে। এই মামলার সুষ্ঠু বিচার হোক, এটাই আমাদের প্রত্যাশা।