English

24 C
Dhaka
বুধবার, ডিসেম্বর ২৫, ২০২৪
- Advertisement -

সরবরাহ নিশ্চিত করুন: সারসংকট

- Advertisements -

বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। নিজের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে বাংলাদেশের খাদ্য। দেশের কৃষি উৎপাদনে কৃষকের যেমন অবদান রয়েছে, তেমনি সরকারও কৃষিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। কৃষিতে ব্যবহৃত সার, বীজ, সেচের পানি সুলভ ও সহজলভ্য করা হয়েছে।

করোনা মহামারির দুই বছরে কৃষিই আমাদের অর্থনীতিকে রক্ষা করেছে। এ দেশের সৃজনশীল কৃষক মাঠে তাঁর মেধার স্ফুরণ ঘটিয়েছেন। কৃষকের আন্তরিকতায় দেশের মাঠে ফসল ফলছে। কিন্তু সময়ে যদি সার না মেলে, তাহলে মাঠের আবাদ ঘরে উঠবে না।
সময়মতো সার ও সেচ দিতে না পারলে আবাদ ক্ষতিগ্রস্ত হবে। এটাই স্বাভাবিক। সেই শঙ্কাটি দেখা দিয়েছে ঠাকুরগাঁওয়ে।
প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সেখানকার কৃষি বিভাগ চলতি রবি মৌসুমে চাহিদা অনুযায়ী সার পায়নি। চলতি মাসে ইউরিয়া ৬৫ হাজার ৬২৫ টন চাহিদার বিপরীতে পাওয়া যাবে ৪০ হাজার ৪১৭ টন। বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের বাফার গুদামের ইনচার্জ জানিয়েছেন, এরই মধ্যে সাত হাজার ৩০০ টন ইউরিয়া সার বরাদ্দ হয়েছে। মজুদ আছে ৯ হাজার টন। আরো ২২ হাজার টন আসবে।

 

আমন ধান তোলার পর শীতের এই সময়ে গম, আলু, ভুট্টাসহ বিভিন্ন শাক-সবজি আবাদ করা হয়। এসব আবাদে অন্তত তিনবার সার দিতে হয়। হঠাৎ সারসংকটে বিপাকে পড়েছেন কৃষকরা। ঠাকুরগাঁও কৃষি উন্নয়ন করপোরেশনের সহকারী পরিচালক (সার) বলেছেন, পর্যাপ্ত সার মজুদ রয়েছে। কোনো ঘাটতি নেই। তবে ডিলাররা বলছেন, তাঁরা চাহিদা অনুযায়ী সার পাচ্ছেন না। ফলে মাঠ পর্যায়ে কৃষকরাও চাহিদা অনুযায়ী তা পাচ্ছেন না। ওদিকে পাবনার ভাঙ্গুড়ায়ও ইউরিয়া সারের সংকট দেখা দিয়েছে। কৃষকরা উপজেলা কৃষি অফিসে অভিযোগ দিয়েছেন।

আবার ডিলারদের অতিমুনাফার অভিযোগও আছে। এ মাসের শুরুর দিকে প্রকাশিত এক খবরে বলা হয়, জয়পুরহাটে সংকট দেখিয়ে ব্যবসায়ীরা অতিরিক্ত দামে সার বিক্রি করছেন বলে অভিযোগ চাষিদের। কৃষকদের অভিযোগ, ন্যায্য মূল্যে তো পাওয়াই যায় না, টাকা বেশি দিয়েও চাহিদামতো ইউরিয়া সার মিলছে না। বাজারে সারের সংকট দেখাচ্ছেন ব্যবসায়ীরা।

কৃষিপণ্য উৎপাদনে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ। উদ্বৃত্ত খাদ্যপণ্য উৎপাদনের পেছনে কৃষকের নিরলস পরিশ্রমের পাশাপাশি রয়েছে সরকারের চেষ্টা। কৃষি উৎপাদন যাতে ব্যাহত না হয়, সে জন্য সার সরবরাহ নিশ্চিত করতে হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন