English

23 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- Advertisement -

যৌক্তিক প্রক্রিয়ায় আনুন ওষুধের মূল্যবৃদ্ধির পাঁয়তারা

- Advertisements -
দেশে আলু-পটোল থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রতিটি পণ্যের দাম বেড়ে চলেছে। দাম বাড়াতে ব্যবসায়ীদের অজুহাতের অভাব হয় না। রাশিয়া-ইউক্রেন যুদ্ধগাজা-ইসরায়েল যুদ্ধডলারের মূল্যবৃদ্ধি, এমনকি রোদ-বৃষ্টিও বাদ যায় না অজুহাতের তালিকা থেকে। আর মূল্যবৃদ্ধির লাগাম টানার ক্ষেত্রে সরকারের কার্যত কোনো নিয়ন্ত্রণই নেই।
একই ধারায় চলছে ওষুধের বাজারও। এখানেও ঔষধ প্রশাসনের কার্যত কোনো নিয়ন্ত্রণ নেই। গত দুই বছরে প্রায় সব ধরনের ওষুধের দাম কয়েক দফা বেড়েছে।
প্রকাশিত খবর অনুযায়ী, আবারও ওষুধের দাম বাড়ানোর পাঁয়তারা চলছে। গত বৃহস্পতিবার ওষুধ শিল্প মালিক সমিতির নেতারা এ ব্যাপারে বৈঠকও করেছেন। তাঁদের সিদ্ধান্ত হলেই বেড়ে যাবে ওষুধের দাম।
বাংলাদেশে ওষুধ শিল্প সমিতির তথ্য মতে, বর্তমানে দেশে ২১৩টি কম্পানি ওষুধ উৎপাদন ও বিপণন করছে। কম্পানিগুলো দেড় হাজার রাসায়নিক ধরনের বা জেনেরিক নামের ওষুধ তৈরি করে, যেগুলো প্রায় ৩১ হাজার ব্র্যান্ড নামে বিপণন করা হয়।
প্রাথমিক স্বাস্থ্যসেবার আওতায় তালিকাভুক্ত ১১৭টি জেনেরিক নামের ওষুধের দাম ঔষধ প্রশাসন অধিদপ্তর নির্ধারণ করে। বাকি ওষুধগুলোর দাম উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোই নির্ধারণ করে। এ ক্ষেত্রে ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে ন্যূনতম যৌক্তিক অবস্থানে রাখার চেষ্টাও খুব একটা দৃশ্যমান নয়।
আর শুধু কম্পানিগুলোই যে দাম বাড়াচ্ছে, তা নয়। কম্পানিগুলোর প্রস্তাবে প্রাথমিক স্বাস্থ্যসেবার তালিকায় থাকা ওষুধগুলোর দামও বাড়াচ্ছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।
২০২২ সালের ২০ জুলাইয়ে প্রজ্ঞাপন প্রকাশ করে ২০টি জেনেরিকের ৫৩টি ব্র্যান্ডের ওষুধের দাম বাড়ানো হয়। এর পাঁচ মাসের মধ্যে ৪ ডিসেম্বর দ্বিতীয়বার প্রজ্ঞাপনের মাধ্যমে ২৪টি ওষুধের দাম বাড়ায় অধিদপ্তর। গত দুই বছরে অত্যাবশ্যকীয় ৯০ শতাংশের বেশি ওষুধের দাম কয়েক দফা বেড়েছে।
এর ফল হয়েছে, আশপাশের দেশগুলোর তুলনায় একই ওষুধের দাম বাংলাদেশে অনেক বেশি হয়ে গেছে। এমনকি দেশেরও অনেক প্রতিষ্ঠানের মধ্যে একই ওষুধের দামের অনেক তারতম্য দেখা যায়। এমনটি কেন হবে?
দেশে ব্যক্তির চিকিৎসা খরচ ক্রমাগতভাবে বাড়ছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের তথ্য মতে, ব্যক্তির চিকিৎসা খরচের ৬৪.৬ শতাংশই যায় ওষুধের পেছনে। 
উচ্চ ব্যয়ের কারণে বহু মানুষ চিকিৎসা নিতে পারছে না। বিবিএসের সর্বশেষ খানা আয় ও ব্যয় জরিপে প্রাপ্ত তথ্যে বলা হয়েছে, দুই-তৃতীয়াংশ মানুষ গ্যাস্ট্রিক, রক্তচাপ, বাতজ্বর, হাঁপানি ও ডায়াবেটিসের মতো দীর্ঘমেয়াদি রোগে ভুগলেও তাদের মধ্যে ৮০ শতাংশের বেশি কোনো ধরনের চিকিৎসাই নেয় না। কারণ ওষুধের অতিরিক্ত দাম।
আমরা মনে করি, ওষুধের মূল্যবৃদ্ধির বিষয়টি একটি যৌক্তিক প্রক্রিয়ার মধ্যে নিয়ে আসতে হবে এবং তা সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখতে হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন