এখন শুধু শহরে নয়, প্রত্যন্ত গ্রামাঞ্চলেও মাদকাসক্তি ছড়িয়ে পড়েছে। এই ভয়ংকর প্রবণতা অবিলম্বে রোধ করা না গেলে দেশের তরুণসমাজ পুরোপুরি ধ্বংস হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। আরো আশঙ্কার বিষয়, মাদকসেবীদের একটি বড় অংশ কিশোর ও নারী। গবেষণায় উঠে এসেছে, দিন দিন নারীদের মধ্যে মাদক সেবনের প্রবণতা বাড়ছে।
বিশেষজ্ঞরা মনে করেন, মাদক বিস্তারের প্রধান কারণ মাদকদ্রব্যের সহজপ্রাপ্যতা। প্রত্যন্ত গ্রামের কিশোরটিও এখন হাত বাড়ালেই মাদক পেয়ে যায়। পার্শ্ববর্তী দেশ ভারত ও মিয়ানমার থেকে নানা পথে নানা কৌশলে ঢুকছে নানা ধরনের মাদ্রকদ্রব্য। যাদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করার কথা তারাও নানাভাবে জড়িয়ে পড়ছে মাদক কারবারের সঙ্গে। গণমাধ্যমে দেখা যায়, অনেক স্থানে মাদকের হাট বসে।
নিয়ন্ত্রকরা সেখান থেকে বখরা নেয়। তা ছাড়া বর্তমানে আর আগের মতো সরাসরি মাদক ক্রয় করতে হয় না। অনলাইনের বিভিন্ন অ্যাপস ও ডেলিভারিতে মাদক সংগ্রহ করা যাচ্ছে। মাদকের হোম ডেলিভারিও ক্রমে বাড়ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য মতে, দেশের প্রতিটি জেলা, থানা এমনকি গ্রামে পর্যন্ত মাদক ছড়িয়ে পড়েছে।
এই অবস্থা থেকে উত্তরণ জরুরি। তরুণ-যুবাসহ ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হবে। যেকোনো মূল্যে মাদকের বিস্তার রোধ করতে হবে।