এগুলোতে বৃষ্টির পানি জমে যায় এবং খুব সামান্য পানিতেই এডিস মশা বংশবিস্তার করতে পারে। নির্মাণাধীন বাড়িগুলোতে জমিয়ে রাখা পানিতে ব্যাপকভাবে মশা বংশবিস্তার করে। এ ক্ষেত্রে যথেষ্ট সচেতনতার পরিচয় দিতে হবে। ডেঙ্গু ছাড়াও আমাদের দেশে মশাবাহিত আরো কিছু রোগের বিস্তার রয়েছে। এর মধ্যে আছে ম্যালেরিয়া, চিকনগুনিয়া, ফাইলেরিয়া, জাপানি এনকেফালাইটিস ইত্যাদি। তাই শুধু এডিস নয়, সব ধরনের মশা নিধনেই আমাদের ব্যাপক উদ্যোগ থাকা প্রয়োজন।
ডেঙ্গু থেকে বাঁচতে হলে মশা নিধন করতেই হবে। আমরা আশা করি, সিটি করপোরেশনগুলো কার্যকর পদক্ষেপ নেবে। পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। চিকিৎসা ব্যবস্থাপনার বিদ্যমান দুর্বলতাগুলোও দূর করতে হবে।