English

13 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

বিজয়ের মাসে আরেক বিজয়: মানব উন্নয়ন সূচকে আরো এগোতে হবে

- Advertisements -

জাতিসংঘের মানব উন্নয়ন সূচকে ক্রমাগতভাবে এগিয়ে চলেছে বাংলাদেশ। এ বছর আরো দুই ধাপ এগিয়ে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৩৩তম। এ নিয়ে গত চার বছরে ছয় ধাপ এগিয়েছে বাংলাদেশ। বিজয়ের মাসে এ যেন আরো একটি বিজয়। দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের আগে রয়েছে শ্রীলঙ্কা (৭২তম), মালদ্বীপ (৯৫তম), ভুটান (১২৯তম) এবং ভারত (১৩১তম)। আর বাংলাদেশের অনেক পেছনে রয়েছে পাকিস্তান (১৫৪তম)। অথচ স্বাধীনতার আগে তদানীন্তন পশ্চিম পাকিস্তানের শানশওকতের সঙ্গে পূর্ব পাকিস্তানের কোনো তুলনাই হতো না। এটি অবশ্যই স্বাধীনতার ফসল। নেপাল (১৪২তম) এবং আফগানিন্তানও (১৬৯তম) রয়েছে বাংলাদেশের পেছনে। গত বছরের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এই মানব উন্নয়ন সূচক (এইচডিআই) প্রতিবেদন-২০২০ প্রকাশ করেছে।
ইউএনডিপির এই সূচক তৈরিতে যেসব বিষয় বিবেচনা করা হয় তার মধ্যে রয়েছে স্বাস্থ্য, শিক্ষা, মাথাপিছু আয়, লিঙ্গ সমতা, দারিদ্র্য নিরসন, কর্মসংস্থান, নিরাপত্তা, বাণিজ্য ও আর্থিক প্রবাহ, যোগাযোগ, অবকাঠামো, পরিবেশের ভারসাম্য ও জনমিতির তথ্য। এসব মানদণ্ড বিচারে এবার বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ০.৬৩২, যা গত বছর ছিল ০.৬১৪। যে দেশ পূর্ণ সংখ্যা ১-এর যত কাছাকাছি সে দেশ মানব উন্নয়ন সূচকে ততটা এগিয়ে। মানব উন্নয়ন সূচকে আগের বছরের মতো এ বছরও শীর্ষ অবস্থান ধরে রেখেছে নরওয়ে। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে আছে যথাক্রমে আয়ারল্যান্ড ও সুইজারল্যান্ড। আর সবার পেছনে আছে গায়ানা, লাইবেরিয়া, গিনি বিসাউ, কঙ্গো ও নাইজার। সূচকে দুই ধাপ এগোলেও সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা প্রাপ্তির দিক থেকে আমরা কিছুটা পিছিয়েছি। এর সম্ভাব্য কারণ খুঁজে বের করে দ্রুত প্রতিকারের ব্যবস্থা করতে হবে।
বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি হতে চলেছে। কিন্তু দুর্ভাগ্যজনক যে স্বাধীনতার মাত্র সাড়ে তিন বছরের মাথায় দেশ চলে গিয়েছিল স্বাধীনতাবিরোধী অপশক্তির হাতে। তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শুধু হত্যাই করেনি, মুক্তিযুদ্ধের সব অর্জনকেও ধ্বংস করতে চেয়েছিল। তাদের ২১ বছরের শাসনামলে দেশ বস্তুত পিছিয়েছে। বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আবার মুক্তিযুদ্ধের ধারায় ফিরে আসে।
সামাজিক-অর্থনৈতিক নানা ক্ষেত্রে দেশ দ্রুত এগিয়ে চলেছে। মানুষের মাথাপিছু আয় দুই হাজার ডলার অতিক্রম করেছে। দারিদ্র্যসীমার নিচে মানুষের সংখ্যা ২০ শতাংশেরও কম। পদ্মার ওপর সেতু তৈরির বিষয়টি একসময় ছিল কল্পনারও অতীত, তা এখন বাস্তব। যোগাযোগ অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন এসেছে। বিদ্যুতে দেশ এখন স্বয়ংসম্পূর্ণ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে। রূপপুরে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কাজ শেষ পর্যায়ে। ঢাকায় মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশ দিয়ে টিউবওয়েসহ বড় বড় অনেক প্রকল্পের কাজ দ্রুত এগিয়ে চলেছে। আমরা আশা করি, উন্নয়নের এই ধারা অব্যাহত থাকবে এবং মানব উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান হবে দক্ষিণ এশিয়ায় শীর্ষে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন