English

25 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

বংশ খাল নাব্য করুন: জামালপুর শহরে জলাবদ্ধতা

- Advertisements -
শুধু রাজধানী নয়, সারা দেশেই ছোট ছোট নদী ও খালের অবস্থা অত্যন্ত শোচনীয়। বিশেষ করে শহরাঞ্চলে থাকা নদী ও খাল দখল, দূষণ ও ভরাটের কারণে অস্তিত্ব হারাতে বসেছে। এসব নদী-খাল রক্ষায় প্রশাসনের উদ্যোগও অত্যন্ত সীমিত। প্রকাশিত খবরে দেখা যায়, জামালপুর শহরের মাঝখান দিয়ে প্রবাহিত বংশ খালের অবস্থা অত্যন্ত শোচনীয়।
বছরের পর বছর খালের দুই পার দখল করে স্থাপনা তৈরি করা হয়েছে। ফলে খালটি এখন একটি ড্রেনের রূপ নিয়েছে। এর ওপর আশপাশের ময়লা-আবর্জনা ফেলতে ফেলতে প্রায় স্থায়ীভাবে পানির প্রবাহ বন্ধ করে রাখা হয়েছে। খালের ময়লা অপসারণের কোনো উদ্যোগই চোখে পড়ে না।

এতে সামান্য বৃষ্টিতেই শহরে দেখা দিচ্ছে জলাবদ্ধতা। অথচ ব্রহ্মপুত্র নদের সঙ্গে যুক্ত এই খালটি একসময় শহরের জলাবদ্ধতা নিরসন ও পয়োনিষ্কাশনের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত।

বংশ খালটি প্রায় তিন কিলোমিটার দীর্ঘ। শহরের গেটপাড়, মালগুদাম, মৃধাপাড়া, মুকুন্দবাড়ি, দয়াময়ী মোড়, মেডিক্যাল রোড, রানীগঞ্জ বাজার হয়ে কালীঘাট দিয়ে ব্রহ্মপুত্র নদে গিয়ে মিশেছে।

জানা যায়, ২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকার আসার পর খালটি দখলমুক্ত ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়। ওই সময় খালের তলদেশ আরসিসি ঢালাইয়ের মাধ্যমে পানিপ্রবাহের জন্য ড্রেনের মতো তৈরি করা হয়েছিল। খালের দুই পাশে গাইড ওয়াল (ইটের দেয়াল) নির্মাণ করা হয়। অভিযোগ আছে, তখন সঠিকভাবে মাপজোখ করে খালের সীমানা নির্ধারণ করা হয়নি। যতটুকু অবশিষ্ট আছে, ততটুকুই সংস্কার করা হয়।

ফলে খালটির প্রস্থ কোথাও তিন মিটার আবার কোথাও আড়াই মিটার হয়ে গেছে। বর্তমানে খালের দুই পাশে গড়ে উঠেছে প্রচুর বাসাবাড়ি, হোটেল-রেস্তোরাঁ, বেসরকারি হাসপাতালসহ বড় বড় দালান। এসব স্থাপনার ময়লা-আবর্জনা ফেলা হয় এই বংশ খালে। ফলে খালটি এখন ময়লা-আবর্জনার একটি স্থায়ী ভাগাড়ে পরিণত হয়েছে। খাল দিয়ে বৃষ্টির পানি নামতে পারে না বললেই চলে। তাই কিছুটা ভারি বৃষ্টি হলেই জলাবদ্ধতা দেখা দেখা দেয়।

দেশে নদ-নদী, খাল ও জলাশয় রক্ষায় অনেক আইন রয়েছে। উচ্চ আদালত থেকে বিভিন্ন সময়ে এ ব্যাপারে বেশ কিছু নির্দেশনা দেওয়া হয়েছে। এমনও বলা হয়েছে, নদী বা খালের জায়গা যদি ভুলক্রমে কারো নামে রেকর্ড হয়ে থাকে কিংবা নামজারি হয়ে থাকে, তবে সেগুলোও বাতিল হয়ে যাবে। কিন্তু স্থানীয় প্রশাসন অত্যন্ত দুঃখজনকভাবে এসব ব্যাপারে উদাসীন বা নির্বিকার থাকে। আমরা আশা করি, অতি দ্রুত জামালপুর শহরে থাকা বংশ খাল পুনরুদ্ধার ও সংস্কার করে পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন