একটা সময় ছিল, যখন ফাঁকা জায়গা, খেলার মাঠ এবং স্কুল-কলেজের চত্বর খেলাধুলায় মুখর থাকত। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল, মাদরাসা, কলেজের মাঠও দখল হয়ে যাচ্ছে। কোনো কোনো মাঠ আবার খেলাধুলার পরিবর্তে বিভিন্ন ধরনের বাণিজ্যিক কাজে এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নিয়মিত ব্যবহার করা হচ্ছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা মহানগরীতে প্রয়োজনের তুলনায় খেলার মাঠের সংখ্যা অপ্রতুল। প্রয়োজনীয়সংখ্যক খেলার মাঠ গড়ে তুলতে হবে। প্রয়োজন হলে ভূমি অধিগ্রহণ করতে হবে। শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশেই একই অবস্থা।
সুস্থ, সুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এর জন্য প্রয়োজন ভালো পরিবেশ। বালক, কিশোর ও তরুণদের খেলাধুলা চর্চার প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। তারা খেলাধুলা করতে চায়, অংশ নিতে চায়। মাঠের অভাবে, সুস্থ পরিবেশের অভাবে বিভিন্ন পর্যায়ে খেলাধুলার চর্চা নেই।
আমরা চাই, ঢাকার মাঠগুলো রক্ষায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।