English

23 C
Dhaka
রবিবার, ডিসেম্বর ২২, ২০২৪
- Advertisement -

প্রয়োজনীয় উদ্যোগ নিন: হারিয়ে যাচ্ছে ঢাকার মাঠ

- Advertisements -
বিভিন্ন দেশে বসতি পরিকল্পনার মানদণ্ড অনুযায়ী যেকোনো আবাসন এলাকায় ন্যূনতম ১০ শতাংশ খেলার মাঠ, পার্ক প্রভৃতি সুবিধা রাখার কথা বলা হয়। অতি ঘন নগর এলাকায় প্রতি অর্ধবর্গকিলোমিটারে জনসংখ্যা বিবেচনায় ন্যূনতম একটি খেলার মাঠ থাকা প্রয়োজন। ঢাকা মহানগরের বিশদ অঞ্চল পরিকল্পনা অনুযায়ী, পাড়া-মহল্লায় প্রতি সাড়ে ১২ হাজার মানুষের জন্য দুই থেকে তিনটি খেলার মাঠ থাকা প্রয়োজন। আয়তন হওয়া উচিত তিন একরের মতো।
বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) ২০১৯ সালে ঢাকার মাঠ নিয়ে একটি জরিপ পরিচালনা করেছিল।সেই জরিপের তথ্য বলছে, দিনে দিনে কমছে ঢাকার মাঠ। অনেক মাঠেই খেলাধুলা করার মতো অবস্থা নেই। ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠে বাইরের শিশুকিশোরদের খেলার সুযোগও কম।
নগরজীবনে মোটামুটি সুস্থভাবে বেঁচে থাকার জন্য খোলা জায়গা ও গাছপালা থাকা প্রয়োজন। শিশুদের শারীরিক বিকাশের জন্য খেলার মাঠ প্রয়োজন।ঢাকায় একসময় অনেক মাঠ ছিল, কিন্তু নীতিনির্ধারকদের অদূরদর্শিতা ও পরিকল্পনার অভাবে সময়ের সঙ্গে সঙ্গে অনেক খোলা জায়গাখেলার মাঠ হারিয়ে গেছে। এতে জনস্বাস্থ্য বিঘ্নিত হওয়ার পাশাপাশি শিশুকিশোরদের মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে।
শিশুরা মোবাইল ফোনে আসক্ত হচ্ছে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের এক সমীক্ষা থেকে তথ্য নিয়ে কালের কণ্ঠে সম্প্রতি প্রকাশিত একটি খবরে বলা হয়েছে, ঢাকার দুই সিটি করপোরেশনের ১২৯টি ওয়ার্ডের মধ্যে ৩৭টিতে কোনো খেলার মাঠ কিংবা পার্ক নেই। ঢাকার পরিসর বিবেচনায় পার্ক এবং খেলার মাঠের জন্য এক হাজার ১৩৭ একর এবং এক হাজার ৮৭৬ একর এলাকা বরাদ্দ থাকা প্রয়োজন ছিল। অথচ পার্ক আছে মাত্র ২৭১ একর জায়গায় আর খেলার মাঠ আছে ২৯৪ একর জায়গায়। আবার যা রয়েছে, তার বেশির ভাগের অবস্থা শোচনীয়।

একটা সময় ছিল, যখন ফাঁকা জায়গাখেলার মাঠ এবং স্কুল-কলেজের চত্বর খেলাধুলায় মুখর থাকত। প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে হাই স্কুল, মাদরাসা, কলেজের মাঠও দখল হয়ে যাচ্ছে। কোনো কোনো মাঠ আবার খেলাধুলার পরিবর্তে বিভিন্ন ধরনের বাণিজ্যিক কাজে এবং ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার লক্ষ্যে নিয়মিত ব্যবহার করা হচ্ছে। নগর বিশেষজ্ঞরা বলছেন, ঢাকা মহানগরীতে প্রয়োজনের তুলনায় খেলার মাঠের সংখ্যা অপ্রতুল। প্রয়োজনীয়সংখ্যক খেলার মাঠ গড়ে তুলতে হবে। প্রয়োজন হলে ভূমি অধিগ্রহণ করতে হবে। শুধু রাজধানী ঢাকা নয়, সারা দেশেই একই অবস্থা।

সুস্থসুন্দর ও আনন্দময় জীবনের জন্য খেলাধুলার কোনো বিকল্প নেই। এর জন্য প্রয়োজন ভালো পরিবেশ। বালক, কিশোর ও তরুণদের খেলাধুলা চর্চার প্রতি ভালোবাসার কোনো কমতি নেই। তারা খেলাধুলা করতে চায়, অংশ নিতে চায়। মাঠের অভাবে, সুস্থ পরিবেশের অভাবে বিভিন্ন পর্যায়ে খেলাধুলার চর্চা নেই।

আমরা চাই, ঢাকার মাঠগুলো রক্ষায় সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হোক।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন