English

26 C
Dhaka
সোমবার, জানুয়ারি ১৩, ২০২৫
- Advertisement -

নির্দেশনা মেনে সরাতে হবে: সড়ক-মহাসড়কে হাটবাজার

- Advertisements -
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বা এসডিজি অর্জনের অন্যতম শর্ত সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা। কিন্তু বাংলাদেশে সড়ক দুর্ঘটনার হার উদ্বেগজনক। মহাসড়কে ডিভাইডার তৈরি করা হয়েছে। শ্লথগতির যানবাহন নিষিদ্ধ করা হয়েছে।
দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হয়নি। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের হিসাবে ২০২৩ সালে সরকারি হিসাবেই সারা দেশে পাঁচ হাজার ৪৯৫টি সড়ক দুর্ঘটনায় পাঁচ হাজার ২৪ জন প্রাণ হারিয়েছে। এই হিসাবে দিনে গড়ে প্রায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এসব দুর্ঘটনায় আহত হয়েছে আরো অন্তত সাত হাজার ৪৯৫ জন।
সড়ক দুর্ঘটনা নিয়ে কাজ করে এমন কয়েকটি বেসরকারি সংস্থার প্রকাশিত তথ্যের সঙ্গে বিআরটিএর তথ্যের অমিল আছে। কিন্তু প্রকৃত যে সত্য, তা হচ্ছে সড়ক দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। সড়কে ঝরছে অমূল্য জীবন।
কোনোভাবেই শৃঙ্খলা ফেরানো সম্ভব হচ্ছে না।
বাংলাদেশে সড়ক দুর্ঘটনার কারণ একাধিক। অনেক চালকের বৈধ ড্রাইভিং লাইসেন্স নেই। অনেক চালকের কোনো শিক্ষাগত যোগ্যতা নেই। সড়কের নির্দেশনা বুঝতে অক্ষম অনেক চালক।
এর পাশাপাশি দেশের অধিকাংশ সড়ক-মহাসড়কের ধারে হাটবাজার বসে। এসব হাটবাজার দিয়ে যানবাহন চলতে গেলেও অনেক সময় দুর্ঘটনা ঘটে।

 

২০২১ সালের মহাসড়ক আইন অনুযায়ী, মহাসড়কের ওপর বা নিয়ন্ত্রণ রেখার মধ্যে হাটবাজার বসানোর সুযোগ নেই। আইনের নিয়ন্ত্রণ রেখার সংজ্ঞায় বলা হয়েছে, নিয়ন্ত্রণ রেখার অর্থ মহাসড়কের সংরক্ষণ রেখা হতে সরকার কর্তৃক গেজেট প্রজ্ঞাপনের মাধ্যমে নির্ধারিত রেখা।

আর আইনে মহাসড়কের নিরাপত্তাসংক্রান্ত ১২(ঘ) ধারায় বলা আছে, মহাসড়কের জন্য বা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ স্থাপনা চিহ্নিতকরণপূর্বক ওই স্থাপনা অপসারণ বা উচ্ছেদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

দুই বছর আগে হাইওয়ে পুলিশের তথ্য বলছে, ২০২২ সালে দেশের বিভিন্ন মহাসড়কে অবৈধভাবে গড়ে ওঠা স্থায়ী ও অস্থায়ী হাটবাজারের সংখ্যা ছিল ২৫৬টি। এসব হাটবাজারে আসা ছোট ছোট যানবাহন ও পণ্যবাহী যানবাহনের কারণে তীব্র আকার ধারণ করছে যানজট। মাঝেমধ্যেই ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা।

মানুষ ও যান চলাচল নিরাপদ-নির্বিঘ্ন করতে দেশের সড়ক-মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টিকারী হাটবাজার, অবৈধ পার্কিং সরাতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আমাদের প্রত্যাশা হাইকোর্টের এই নির্দেশনা মেনে চলা হবে। সড়ক-মহাসড়ক থেকে হাটবাজার সরিয়ে ফেলা হবে।

যেকোনো মূল্যে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন