English

21 C
Dhaka
মঙ্গলবার, জানুয়ারি ৭, ২০২৫
- Advertisement -

নতুন শ্রমবাজার খুঁজুন: আমিরাত থেকে ফিরে অনিশ্চিত জীবন

- Advertisements -
জনশক্তি রপ্তানি আমাদের অর্থনীতিতে বড় ভূমিকা রাখে। জনশক্তি রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশের জন্য বড় সমস্যা দক্ষ ও প্রশিক্ষিত কর্মীর অভাব। আন্তর্জাতিক শ্রমবাজারের বাস্তবতায় বাংলাদেশের শ্রমিকরা তুলনামূলকভাবে অদক্ষ। ফলে যেসব দেশে কেবল দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ আছে, সেসব দেশে জনশক্তি রপ্তানি করা সম্ভব হয় না।
অন্যদিকে পুরনো অনেক শ্রমবাজার বন্ধ হয়ে যাচ্ছে। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে চালু হওয়ার তিন মাস পরই বন্ধ হয়ে যায় দক্ষিণ এশিয়ার দ্বীপরাষ্ট্র মালদ্বীপের শ্রমবাজার। গত বছরের অক্টোবরে ওমান, ২০১৮ সালের আগস্ট মাসে বাহরাইন, ২০১৭ সালে একই মাসে মিসর, ২০১৬ সালের মার্চ মাসে লিবিয়া এবং ২০১১ সালের জুলাই মাসে বন্ধ হয়ে যায় ইরাকের শ্রমবাজার। ওদিকে কোটা সংস্কার আন্দোলনের সমর্থনে গত ১৯ জুলাই সংযুক্ত আরব আমিরাতের কয়েকটি সড়কে বড় আকারের মিছিল বের করে বিপদে পড়েন কয়েক শ প্রবাসী বাংলাদেশি।
৫৭ জন বাংলাদেশিকে আটক করে আদালতে সোপর্দ করা হয়। এরপর ২১ জুলাই দেশটির আদালত বিভিন্ন মেয়াদে তাদের কারাদণ্ডাদেশ দেন। পরে একই অভিযোগে আরো ১১৯ জনকে গ্রেপ্তার করে আরব আমিরাত পুলিশ, কিন্তু তাদের সাজা দেওয়া হয়নি। পরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রচেষ্টায় আমিরাতের প্রেসিডেন্ট দণ্ড মওকুফ করেন।

ক্ষমাপ্রাপ্ত প্রবাসীরা চলতি বছরের নভেম্বর ও ডিসেম্বর মাসে দেশে ফেরেন। দেশে ফেরত আসার পর থেকে এই প্রবাসীরা ঋণের বোঝা, বেকারত্ব, অসচ্ছলতায় পরিবার নিয়ে দুর্ভোগের মধ্যে জীবন কাটাচ্ছেন।

গত শনিবার ফেরত আসা প্রবাসীদের প্রত্যেককে ৫০ হাজার টাকার আর্থিক অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে কথা দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা। শুধু আর্থিক সহযোগিতা নয়, এর পাশাপাশি আরো কিছু পরিকল্পনা করা হয়েছে বলে কালের কণ্ঠকে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আরব আমিরাত থেকে ফিরে আসা কর্মীরা চাইছেন তাদের যেকোনো একটি রাষ্ট্রে পুনর্বাসন করা হোক।

আমরা মনে করি, দেশে শ্রমশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমান সময়ে দক্ষতার বিকল্প নেই। সব কর্মক্ষেত্র সবার জন্য উন্মুক্ত না হলেও দক্ষ জনশক্তি নিজ নিজ ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ তৈরি করে নিতে পারে। বিকাশমান বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জনশক্তি গড়ে তুলতে হবে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন