প্রতারকরা হাতিয়ে নিচ্ছে হাজার হাজার কোটি টাকা। এমনই একটি খবর প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে, অনলাইনে পার্টটাইম চাকরি ও অ্যাপসে ঋণ দেওয়ার নামে প্রতারণার অভিযোগে চীনা নাগরিকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। তাদের কাছ থেকে ১১টি মোবাইল ফোন, ২৫৯টি সিম কার্ড, একটি ল্যাপটপ, সাতটি এটিএম কার্ড ও একটি চায়না পাসপোর্ট জব্দ করা হয়।
এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও ঘটেছে। গত সেপ্টেম্বরে কালের কণ্ঠে ‘৬ মাসে ৩০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছেন চীনা নাগরিক’ শিরোনামে প্রকাশিত খবরে বলা হয়, একটি সংঘবদ্ধ প্রতারকচক্র হোয়াটসঅ্যাপ ব্যবহার করে ১০ হাজার টাকা বিনিয়োগ করে দৈনিক ৮০০ থেকে পাঁচ হাজার টাকা আয় করার প্রলোভন দেখিয়ে টাকা নিয়ে উধাও হয়ে গেছে।
প্রকাশিত খবরে আরো বলা হয়, প্রায় তিন বছর ধরে নতুন নতুন অ্যাপ তৈরি করে ঋণ ও বিনিয়োগের ফাঁদে ফেলে মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন তিনি।
তাঁকে সহযোগিতা করত কয়েকজন বাংলাদেশি নাগরিক। গত বছরের জুলাই থেকে ডিসেম্বর- এই ছয় মাসে ‘টিএনএস’ ও ‘বরগাটা’ নামের দুটি অ্যাপ বানিয়ে মোট ৯৯১ ব্যক্তির কাছ থেকে প্রায় ৩০০ কোটি টাকা হাতিয়ে নেয় ওই চীনা নাগরিক ও তাঁর সহযোগীরা।
তথ্য-প্রযুক্তি আজ নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। দেশে-বিদেশে যোগাযোগ সহজ হয়ে গেছে। পাশাপাশি বহু তরুণ-তরুণীর আত্মকর্মসংস্থানের সুযোগ হয়েছে।