সদস্য হিসেবে ১৫টি পদের বিপরীতে লড়াইয়ে ছিলেন ৩৭ জন। তাবিথ আউয়াল জয়ী হয়ে এবং তাঁর পাশে সিনিয়র সহসভাপতি ইমরুল হাসান ও বিজয়ী আরো চার সহসভাপতিকে নিয়ে বলেছেন, ‘আমিসহ যে ছয়জন এখানে আছি এবং সদস্য পদে যাঁরা নির্বাচিত হয়ে আসবেন—এই দলটিকে নিয়ে আমি আত্মবিশ্বাসী যে আমরা ফুটবলের যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে পারব।’
আসলেই তাঁর এবং বাফুফের নতুন কমিটির সামনে দেশের ফুটবলকে সঠিক পথে নেওয়ার একটি কঠিন চ্যালেঞ্জ রয়েছে। প্রথমত, ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে রাজনৈতিক পটপরিবর্তনের পরিপ্রেক্ষিতে নতুন পরিবেশ এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে।