এই ছুটিতে অনেক মানুষ নিজ নিজ এলাকায় যাবে। স্বাভাবিকভাবেই আইন-শৃঙ্খলার বিষয়টি নিয়ে ভাবতে হবে। পুলিশ সদর দপ্তরে ঈদুল আজহা উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, সড়ক, রেলপথ ও নৌপথের নিরাপত্তা এবং জনগণের নিরাপদ যাতায়াত ও ট্রাফিক ব্যবস্থাপনা সংক্রান্ত এক সভায় আইজিপি জনিয়েছেন, কোরবানির পশু গন্তব্যে পৌঁছাতে নিরাপত্তা নিশ্চিতের জন্য পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে।
একদিকে মানুষ রাজধানী বা বড় শহর ছাড়বে, অন্যদিকে কোরবানির পশু আসবে বাইরে থেকে।
গত শনিবার রাজধানীর দুটি বাসায় অভিযান চালিয়ে সোয়া কোটি টাকার জাল নোটসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) লালবাগ বিভাগ। এ ছাড়া তাঁদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকার সমপরিমাণ জাল নোট তৈরির কাগজসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। ঈদুল আজহাকে টার্গেট করে চক্রটি বিপুল পরিমাণ জাল নোট বাজারে ছাড়ার প্রস্তুতি নিচ্ছিল। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী তথ্য পেয়েছে, কোরবানির ঈদ সামনে রেখে সারা দেশে অন্তত ১১টি জাল টাকার অপরাধীচক্র সক্রিয় রয়েছে।
ঈদের আগে জাল টাকা ছড়িয়ে গেলে ক্ষতিগ্রস্ত হবেন গরু ব্যবসায়ীরা। কারণ গরুর ব্যবসায়ীরা যা দাম বলেন, সেই দামেই গরু কিনে নেওয়া হয় জাল নোট দিয়ে। সেখানে জাল টাকা চেক করার মেশিনও বেশির ভাগ গ্রামীণ কোরবানির হাটে নেই। এদিকে দেশে জাল টাকার মামলার বিচারে দ্রুত বিচার আদালত নেই। ফলে দীর্ঘ সময় ধরে চলে বিচারকাজ। আসামিরা জামিন পেয়ে আবারও একই কাজে জড়িয়ে যান।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরিকতায় ঈদকেন্দ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে, এটাই আমাদের প্রত্যাশা।