English

25 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১১, ২০২৫
- Advertisement -

উন্নয়নকাজ দ্রুত সম্পন্ন করুন: পাবিপ্রবিতে প্রকল্প বাস্তবায়নে ধীরগতি

- Advertisements -
জনকল্যাণে অথবা বিশেষ প্রয়োজনে নানামুখী উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু প্রায়ই দেখা যায় প্রকল্প বাস্তবায়নের সঙ্গে সংশ্লিষ্টদের অবহেলা বা গাফিলতির কারণে প্রকল্পের কাজ সময়মতো সম্পন্ন হয় না। প্রকল্প বাস্তবায়নের ধীরগতি বা অহেতুক বিলম্বের জন্য প্রায়শই প্রকল্পের ব্যয় অনেক বেড়ে যায়। যাঁদের জন্য প্রকল্প তাঁরা প্রকল্পের সুফল প্রাপ্তি থেকে যেমন বঞ্চিত হন, তেমনি নানাভাবে ভোগান্তির শিকার হন।
প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অবকাঠামোগত উন্নয়নের জন্য ২০১৮ সালের জুলাই মাসে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (একনেক) ‘পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় উন্নয়ন শীর্ষক প্রকল্প’ নামে ৪৮০ কোটি ৬০ লাখ টাকার বাজেট পাস হয়। তিন বছর মেয়াদের এ প্রকল্প ২০২১ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও মেয়াদ বৃদ্ধি করে ২০২৪ সালের জুন পর্যন্ত করা হয়। কিন্তু সেই কাজ ২০২৪ সালের আগস্ট মাসেও শেষ হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
জানা যায়, চলমান উন্নয়ন প্রকল্পে মোট ২০টি পূর্ত কাজ ছিল। সেগুলোর মধ্যে ১০তলা প্রশাসনিক ভবন নির্মাণ, ১০তলা ছাত্র হল নির্মাণ, ১০তলা ছাত্রী হল নির্মাণ, ১২তলা একাডেমিক ভবন-১ নির্মাণ, ১২তলা একাডেমিক ভবন-২ নির্মাণ, চারতলা মিলনায়তন ও টিএসসি নির্মাণ, চারতলা কনভেনশন ভবন নির্মাণ, ৬৫ হাজার ২৬৩ বর্গমিটার ভূমি উন্নয়ন, শহীদ মিনার নির্মাণ, মুক্তমঞ্চ নির্মাণ, প্রধান ফটক নির্মাণ, মন্দির নির্মাণ উল্লেখযোগ্য। এই ২০ কাজের মধ্যে ১১টি কাজ পুরোপুরি সম্পন্ন হয়েছে। ৯টি কাজের ৯০ শতাংশের বেশি সম্পন্ন হয়েছে।
প্রকল্প পরিচালকের দপ্তর থেকে বলা হয়েছে, বাকি কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হবে। তবে একটি সূত্র বলছে, প্রকল্পের জন্য যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তা শেষ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো টাকা ছাড়া বাকি কাজ শেষ করতে রাজি হচ্ছে না।

এদিকে উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাজকর্ম পরিচালনায় যেমন অসুবিধা হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের আবাসিক সংকট, অত্যধিক ব্যয়, যাতায়াত সমস্যা, নিরাপত্তার অভাবসহ নানা ধরনের সংকট ও ভোগান্তি পোহাতে হচ্ছে।

শুধু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্পের অবস্থা প্রায় একই রকম।

আমরা মনে করি, অবশিষ্ট কাজগুলো দ্রুত সম্পন্ন করা প্রয়োজন, যাতে বিশ্ববিদ্যালয়ে শিক্ষা কার্যক্রম সঠিকভাবে চলতে পারে এবং শিক্ষার্থীরা দ্রুত আবাসিক হলে উঠতে পারে।
Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন