প্রকল্প পরিচালকের দপ্তর থেকে বলা হয়েছে, বাকি কাজ সেপ্টেম্বরের মধ্যে শেষ করে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বুঝিয়ে দেওয়া হবে। তবে একটি সূত্র বলছে, প্রকল্পের জন্য যে টাকা বরাদ্দ দেওয়া হয়েছে তা শেষ। ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো টাকা ছাড়া বাকি কাজ শেষ করতে রাজি হচ্ছে না।
এদিকে উন্নয়ন প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও প্রশাসনিক কাজকর্ম পরিচালনায় যেমন অসুবিধা হচ্ছে, তেমনি শিক্ষার্থীদের আবাসিক সংকট, অত্যধিক ব্যয়, যাতায়াত সমস্যা, নিরাপত্তার অভাবসহ নানা ধরনের সংকট ও ভোগান্তি পোহাতে হচ্ছে।
শুধু পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নয়, দেশের অধিকাংশ উন্নয়ন প্রকল্পের অবস্থা প্রায় একই রকম।