অনেক ক্ষেত্রে সংকট আরো বেড়েছে। কোথাও কোথাও গ্যাসসংকটের কারণে শিল্প-কারখানা চলছে রেশনিং পদ্ধতিতে। এই অবস্থায় গ্যাসসংকটের সমাধান না করে নতুন করে গ্যাসের দাম বাড়ানো হলে তা হবে আত্মঘাতী। বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ বলেছেন, গ্যাসের দাম দ্বিগুণ করা হলে একটির পর একটি কারখানা বন্ধ হবে।
সেটি হলে বাংলাদেশের বস্ত্র খাত কোনো দিনই টেকসই হবে না। নতুন বিনিয়োগ আসবে না। এর আগে একই রকম কথা বলেছেন বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম। তিনিও মনে করেন, দাম বাড়ানো হলে তা শিল্পায়নকে নিরুৎসাহ করবে। নতুন বিনিয়োগ আসবে না। কর্মসংস্থান হবে না। বিদেশি বিনিয়োগও বাধাগ্রস্ত হবে।
সাম্প্রতিক কালে শিল্প খাত নানা সংকটের মুখে। শ্রমিক অসন্তোষ ক্রমেই বাড়ছে। গ্যাসসংকট ও শ্রমিক অসন্তোষের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। লোকসান বাড়ছে। এ কারণে ক্রমেই বেশি করে বেতন-ভাতা বকেয়া পড়ছে। সেটিও শ্রমিক অসন্তোষ বাড়াচ্ছে। ফলে টিকে থাকাই কষ্টকর হয়ে পড়েছে।
অনেক কারখানা এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। এই অবস্থায় গ্যাসের দাম বাড়ালে শিল্পোদ্যোক্তাদের মাথায় আকাশ ভেঙে পড়ার মতো অবস্থা হবে। আমরা আশা করি, সরকার এমন আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত থাকবে।