বর্ষা এসে গেছে। রাজধানীতে তেমন বৃষ্টি না হলেও বাইরের অনেক স্থানে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে। বর্ষার সঙ্গে যে আশঙ্কাটি নাগরিকদের দুশ্চিন্তাগ্রস্ত করছে, তা হলো ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার উৎপাত ও ডেঙ্গু।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য পর্যালোচনা করলে দেখা যাবে, গত কয়েক বছরে ঢাকার বাইরে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
বিশেষজ্ঞরা বলছেন, গত বছরের চেয়ে এ বছর পরিস্থিতির খুব একটা উন্নতি হবে না, বরং অবনতির আশঙ্কা বেশি। ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে হলে একসঙ্গে সারা দেশে কাজটা করতে হবে বলে মনে করেন তাঁরা।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্য মতে, চলতি বছর ঢাকার বাইরে ৮৫ শতাংশ রোগী তিন বিভাগে। সবচেয়ে বেশি ৯৮০ জন আক্রান্ত হয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগের চট্টগ্রাম, চাঁদপুর ও কক্সবাজার জেলায় সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে।