English

15 C
Dhaka
শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫
- Advertisement -

অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজন সকলের সম্মিলিত প্রচেষ্টা: সালমান এফ রহমান

- Advertisements -

টানা দ্বিতীয় মেয়াদে নিযুক্ত প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপি-কে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছে দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

বৃহস্পতিবার বিকালে বিনিয়োগ ভবনস্থ উপদেষ্টার কার্যালয়ে এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে একটি প্রতিনিধিদল উপদেষ্টাকে শুভেচ্ছা জ্ঞাপন করে। পরে উপদেষ্টা আগত এফবিসিসিআই প্রতিনিধিদলের সাথে একটি সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় উপদেষ্টা বলেন, বিরাজমান অস্থির বৈশ্বিক প্রেক্ষাপটে যে অর্থনৈতিক চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তা মোকাবেলায় সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রীর দূরদর্শী নেতৃত্বে বিগত সময়ে যেভাবে বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা হয়েছে, সেভাবেই এই চ্যালেঞ্জ মোকাবেলার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নের গতি চলমান থাকবে।

উপস্থিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে ধৈর্য ও সততার সাথে মানুষের কল্যাণার্থে তাঁদের ব্যবসা পরিচালনার অনুরোধ জানান উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

পরবর্তীতে বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট এসোসিয়েশনের একটি প্রতিনিধিদল উপদেষ্টা সালমান ফজলুর রহমান-কে টানা দ্বিতীয় মেয়াদে প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়ায় ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করে। এসময় উপদেষ্টা দেশের সকল ফার্মেসিতে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের নীতিমালা অনুসারে ক্যাটেগরি ভিত্তিক ফার্মাসিস্ট নিয়োগের অনুরোধ জানান উপস্থিত প্রতিনিধিদলকে।

এছাড়াও উপদেষ্টা সালমান ফজলুর রহমান এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ এবং সাবেক পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম। তাঁরা উপদেষ্টাকে অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মুস্তাকীম বিল্লাহ ফারূকী উপদেষ্টাকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন। মাদকের বিস্তার প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদার করার নির্দেশনা দেন উপদেষ্টা সালমান ফজলুর রহমান।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ

আল কোরআন ও আল হাদিস

আজকের রাশিফল

- Advertisements -
এ বিভাগে আরো দেখুন