English

24 C
Dhaka
সোমবার, জানুয়ারি ২৭, ২০২৫
- Advertisement -

যে কারণে ৫, ১০ ও ২০ টাকার নোট পরিবর্তন

- Advertisements -

বহু দিন ধরেই আলোচনা চলছিল টাকার পুরোনো কাগুজে নোটগুলো নিয়ে। অবশেষে জানা গেল তিন ধরনের নোট পরিবর্তন করা হবে। এর কারণও জানা গেছে।

পরিবর্তন হবে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোট। দ্রুত সময়ের মধ্যে এই পরিবর্তনের ব্যবস্থা চলছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ। একইসঙ্গে তিনি বলেছেন, দেশের মানুষকে মুদ্রা যত্নে রেখে ব্যবহার করতে হবে।

সোমবার সকালে সচিবালয়ে রফতানি উন্নয়ন ব্যুরোর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ড. সালেহ উদ্দিন। কারণ হিসেবে তিনি বলেন, বাজারে ৫, ১০ ও ২০ টাকার কাগুজে নোটের অবস্থা খুব নাজুক। এটা দ্রুত পরিবর্তনের ব্যবস্থা করা হবে।

অর্থ উপদেষ্টা বলেন, চলতি মাসে বা আগামী মাসে বাজেট রিভাইজ বা পুনর্বিবেচনা করা হতে পারে। বাজেটে বড় বড় উন্নয়ন খাতের প্রকল্পগুলোর বিষয়ে সরকারের উচ্চপর্যায়ে সিদ্ধান্ত হবে। কালো টাকা সাদা করার সুযোগ আমরা বন্ধ করে দিয়েছি। জিডিপির বাস্তব সংখ্যা কত তা জানার কাজ চলছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন