সম্প্রতি বাংলাদেশে ভয়াবহ বন্যা পরবর্তী অবকাঠামোগত উন্নয়নে প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে অর্ধ কোটিরও অধিক টাকা অনুদান প্রদান করেছে বাংলাদেশ এসোসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইও (বাকো)।
অনুদানকৃত মোট টাকার পরিমান ৫৩ হাজার ৩৯৯ ডলার, বাংলাদেশী টাকায় যার মোট পরিমাণ প্রায় ৬৫ লক্ষ টাকা l বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইও , নুর ইসলামিক কালচারাল সেন্টার এর সহযোগিতায় এই অনুদানের অর্থ সংগ্রহ করা হয় ।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ওহাইওর অ্যান্ডোমেন্ড ফান্ড কমিটির চেয়ারম্যান জনাব হোসেন নূরী ও কমিটি মেম্বার জনাব মনিরুল ইসলাম মনি অনুদান অর্থ সংগ্রহের যারা সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়েছেন । উল্লেখ্য বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সেন্ট্রাল ওহাইও যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে বাংলাদেশের ঐতিহ্য, কৃষ্টি, কালচার ও ভাষা চর্চার পাশাপাশি বাংলাদেশে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে আর্থিক অনুদানের মাধ্যমে ভূমিকা রেখে আসছে।