বাংলাদেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। হুট করেই শুক্রবার (৫ আগস্ট) রাত থেকে ডিজেল, পেট্রল, কেরোসিন ও অকটেনে সরকার ঘোষিত নতুন দাম কার্যকর হয়েছে। দাম বেড়েছে প্রতি লিটার ডিজেলে ৩৪, কেরোসিনে ৩৪, অকটেনে ৪৬ ও পেট্রলে ৪৪ টাকা।
দাম বাড়ার পর প্রতি লিটার ডিজেল ১১৪ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১৩৫ টাকা ও প্রতি লিটার পেট্রল ১৩০ টাকায় বিক্রি হচ্ছে। আগে ভোক্তা পর্যায়ে খুচরা তেলের দাম ছিল প্রতি লিটার ডিজেল ৮০ টাকা, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও পেট্রল ৮৬ টাকা। এদিকে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ায় অনেকের মনেই নানা ধরনের প্রশ্ন তৈরি হয়েছে। সবার মনে যে বিষয়টি বেশি ঘুরপাক খাচ্ছে তা হচ্ছে বিশ্বের অন্যান্য দেশের অবস্থা এখন কেমন? বিশেষ করে, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে পেট্রল, ডিজেল বা কেরোসিনের দাম কত তা জানার আগ্রহ বেড়ে গেছে।