অর্থমন্ত্রী আ হ ম মুস্তাফা কামাল বলেছেন, জিডিপি প্রবৃদ্ধির বিষয়ে আমাদের (সরকারের) হিসাবটাই বিশ্বব্যাংক সব সময় মেনে নেয়। তারা এককটা পূর্বাভাস দেয় কিন্তু শেষে আবার আমাদেরটাই মেনে নেয়। বছরের অনেকটা সময় এখনো বাকি আছে। আশা করি, আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো।
উল্লেখ্য বিশ্বব্যাংক গতকাল এক পূর্বাভাসে বলেছে, চলতি অর্থবছর শেষে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৩ দশমিক ৮ শতাংশ। আজ সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দ্বিতীয় ডোজ ভ্যাকসিন পেতে কোন সংশয়ের খবর আমার কাছে নেই। এখানে স্বাস্থ্য মন্ত্রীও আজকের বৈঠকে ছিলেন। তিনিও এ ধরনের কোন তথ্য দেননি। ভ্যাকসিন অবশ্যই সবাই পাবেন।
তিনি আরও বলেন, দ্বিতীয় দফা করোনার আঘাতে বাংলাদেশের অর্থনীতি খুব একটা ক্ষতিগ্রস্ত হবে না। তবে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি যেদিকে যাবে বাংলাদেশের অর্থনীতিও যেদিকেই যাবে বলে তিনি মনে করেন। আল্লাহ মাফ করুন, যদি বিশ্ব পরিস্থিতি খুব একটা খারাপ না হয় তাহলে আমাদেরও ক্ষতি কম হবে। এখন ভ্যাকসিন চলে এসেছে। সব দেশেই ভ্যাকসিন প্রয়োগ চলছে। আমাদের এখানেও চলছে।