English

30 C
Dhaka
শুক্রবার, নভেম্বর ১৫, ২০২৪
- Advertisement -

প্রতিবন্ধীদের ভাতা বাড়ল ১০০ টাকা

- Advertisements -

২০২২-২৩ অর্থবছরের বাজেটে প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা ও আওতা দুটোই বাড়ানো হয়েছে। অন্যদিকে বয়স্ক, বিধবাসহ অন্যান্য উপকারভোগীর ভাতা না বাড়লেও সংখ্যা বাড়ানো হয়েছে।

Advertisements

আজ বৃহস্পতিবার (৯ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল জাতীয় সংসদে বাজেট বক্তব্যে সামাজিক সুরক্ষা ইস্যুতে এমন প্রস্তাবের কথা জানান।

বর্তমানে জনপ্রতি প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ভাতা নির্ধারিত আছে ৭৫০ টাকা।

Advertisements

প্রস্তাবিত বাজেট পর্যালোচনা করে দেখা গেছে, নতুন বাজেটে এটি আরো ১০০ টাকা বাড়িয়ে ৮৫০ টাকা করা হয়েছে। এখন সারা দেশে ২০ লাখ আট হাজার প্রতিবন্ধী সরকার থেকে নিয়মিত নগদ মাসিক ভাতা পাচ্ছে। আগামী ২০২২-২৩ অর্থবছরে এই সংখ্যায় নতুন আরো তিন লাখ ৫৭ হাজার যুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এর মাধ্যমে দেশে মোট ২৩ লাখ ৬৫ হাজার প্রতিবন্ধী ব্যক্তি সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আসছে।

আগামী ২০২২-২৩ অর্থবছরে এ খাতে দুই হাজার ৪২৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। ২০২১-২২ অর্থবছরে যার উপকারভোগী ছিল এক লাখ এবং এদের পেছনে বার্ষিক বরাদ্দ ছিল ৯৫ কোটি ৬৪ লাখ টাকা।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন