English

28 C
Dhaka
মঙ্গলবার, ডিসেম্বর ১৭, ২০২৪
- Advertisement -

যথাযোগ্য মর্যাদায় ইতালিতে মহান বিজয় দিবস উদযাপিত

- Advertisements -

বাংলাদেশ দূতাবাস বোমে, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস- ২০২৪ উদযাপিত হয়েছে। আজ সকালে দূতাবাসের সকল কর্মকর্তা কর্মচারীর উপস্থিতিতে রাষ্ট্রদূত রকিবুল হক জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করে, দিবসটির উদযাপনের আনুষ্ঠানিক সূচনা করেন।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে, সম্মেলন কক্ষে দূতাবাসের সকল কার্মকর্তা কর্মচারী, ইতালিতে অধ্যায়নরত বাংলাদেশের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক, ব্যবসায়িক ও প্রবাসী বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বাংলাদেশের বন্ধু প্রতীম বিশিষ্ট ইতালিয়ান নাগরিকদের অংশগ্রহণে একটি আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ সালে আত্মোৎসর্গকারী সকল শহীদদের এবং ২০২৪ সালের ছাত্র-জনতা আন্দোলনে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধান উপদেষ্টা, এবং পররাষ্ট্র উপদেষ্টার বাণী পাঠ করা হয়। তাছাড়া তথ্য ও সম্প্রচার অধিদপ্তর থেকে প্রাপ্ত দিবসটির উপর নির্মিত একটি প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।

আলোচনা অনুষ্ঠানে, বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ইতালিতে বসবাসরত শিক্ষার্থী, বিশিষ্ট বাংলাদেশী নাগরিক ও কমিউনিটি নেতৃবৃন্দ বাংলাদেশের বর্তমান সরকারের গৃহীত সংস্কার পদক্ষেপ কে স্বাগত জানান এবং ভবিষ্যতে বাংলাদেশকে একটি বৈষমাহীন, উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রবাসী বাংলাদেশীরাও জোরদার ভূমিকা রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। আলোচনা পর্ব শেষে, একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে স্থানীয় বাংলাদেশী শিক্ষার্থীরা দলগতভাবে দেশাত্মবোধক গান পরিবেশন করেন।

রাষ্ট্রদূত রকিবুল হকের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়। তিনি তাঁর বক্তব্যে ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তবর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডকে সাফল্যমণ্ডিত করার জন্য সকলের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে প্রবাসীদের অবদান উল্লেখ করে, দেশের এই গুরুত্বপূর্ণ সময়ে আরও বেশি করে ‘বৈধ পথে রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখতে তাদের প্রতি অনুবোধ জানান। তিনি আরও বলেন যে, বাংলাদেশ দূতাবাস, রোম বাংলাদেশ-ইতালির দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ইতালিতে বসবাসরত বাংলাদেশী ভাইবোনের অধিকার রক্ষা ও কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এই প্রচেষ্টায় তিনি সকলের সাহায্য, পরামর্শ, সহযোগিতা কামনা করেন।

মহান বিজয় দিবস ২০২৪ উদযাপনের ধারাবাহিকতায় আগামীকাল ১৭ই ডিসেম্বর দূতাবাসে আগত প্রায় চারশতাধিক কনস্যুলার সেবা প্রার্থী প্রবাসী বাংলাদেশীদেরকে বিজয় দিবস উদযাপনে সামিল করে বিশেষ আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন