ইসমাইল হোসেন স্বপন, ইতালি: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইতালির ভিচেন্সায় বাংলাদেশি প্রবাসীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ এপ্রিল) ভিচেন্সায় ইতালিতে সফল প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী হাজী আব্দুল হালিমের আয়োজনে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
স্থানীয় একটি রেস্টুরেন্টে ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠানে প্রায় ৩ শতাধিক বাংলাদেশি অংশগ্রহণ করেন।
ভিচেন্সায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসীদের সম্মানার্থে এই আয়োজন করেন তিনি।
হাজি আব্দুল হালিমের দেশের বাড়ি নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুরের কলাবাড়ি গ্রামে। তিনি ২০১০ সালে ইউরোপের দেশ ইতালিতে পাড়ি জমান।
ইতালির ভিচেন্সায় একজন সফল বাংলাদেশি ব্যবসায়ী তিনি। বর্তমানে ইতালিতে তার তিনটি ব্যবসায়ীক প্রতিষ্ঠান রয়েছে। যেখানে কর্মসংস্থানের সুযোগ হয়েছে বেশ কয়েকজন বাংলাদেশিদেরও।