কুয়েতের একটি ফ্ল্যাট থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয় সময় গতকাল শুক্রবার বাংলাদেশি অধ্যুষিত জিলিব আল-সুয়েখ এলাকার একটি বহুতল ভবনের নিচতলা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন- মা মমতা (৫৬) এবং মেয়ে স্বর্ণলতা (৩১)। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের জেলার ধামরাইয়ে।
কুয়েতে বাংলাদেশ দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ আনিসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
জ্যেষ্ঠ এ কর্মকর্তা বলেন, ‘দেশটির ওই অঞ্চলে অনেক বাংলাদেশি বসবাস করে। বিষয়টি বিস্তারিত জানার জন্য ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছি।’
পুলিশের বরাত দিয়ে দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়, মা ও মেয়েকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ব্যবহার করে খুন করা হয়েছে।
পুলিশের বরাত দিয়ে দেশটির স্থানীয় ইংরেজি দৈনিক আরব টাইমস জানায়, মা ও মেয়েকে পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র ব্যবহার করে খুন করা হয়েছে।