English

27 C
Dhaka
মঙ্গলবার, মার্চ ১৮, ২০২৫
- Advertisement -

ইতালিতে চাঁদপুর কমিউনিটির উদ্যোগে ইফতার অনুষ্ঠিত

- Advertisements -

ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ইতালির ভিছেন্সা প্রভিন্সের থিয়েনে বসবাসরত চাঁদপুরবাসীদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত রোববার (১৬ মার্চ) স্থানীয় ইসলামীক সেন্টারে এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

থিয়েনে ও আশপাশের এলাকায় বসবাসরত চাঁদপুরবাসী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এই আয়োজনে অংশ নেন।

চাঁদপুর কমিউনিটির পক্ষ থেকে শাহাদাত হোসেন, হুমায়ুন কবির, সাদ্দাম হোসেন, আহসান হাবীব রাহেল অতিথিদের আন্তরিকভাবে বরণ করে নেন। ইফতার আয়োজনের অন্যতম আকর্ষণ ছিল ব্যতিক্রমধর্মী ও সুস্বাদু খাবারের সমাহার যা উপস্থিত অতিথিদের প্রশংসা কুড়িয়েছে।

ইফতারের আগে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন উক্ত মসজিদের ইমাম ও খতিব হযরত হাফেজ মাওলানা রেজাউল করিম। তিনি মুসলিম উম্মাহ, প্রবাসী বাংলাদেশি এবং বিশেষ করে চাঁদপুরবাসীর শান্তি, সুস্থতা ও সফলতার জন্য দোয়া করেন। একইসঙ্গে ইফতার আয়োজন সফল করতে যাঁরা পরিশ্রম করেছেন ও আর্থিকভাবে সহায়তা করেছেন তাঁদের জন্যও বিশেষ দোয়া করা হয়।

অনুষ্ঠান শেষে চাঁদপুর কমিউনিটির অন্যতম ব্যক্তিত্ব শাহাদাত হোসেন এবং মসজিদের সেক্রেটারি কাজী সাত্তার অনুষ্ঠানে উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। তারা আয়োজনে অংশগ্রহণকারী ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এই আয়োজনে বিশেষ অবদান রাখেন হুমায়ুন কবির, হাসান আহমেদ, এমদাদ বেপারী, মতিউর রহমান, সাদ্দাম হোসেন, রাশেদ ভূঁইয়া, এনামুল হক সাব্বির, ইমরান, শুকুর আলম, আহসান হাবীব রাহেল, আব্দুল কাহার, রাকিব, কাজী রাজিব, শরীফ হোসেন, সাকিব, ইকবাল হোসেন, আরমান, পাটোয়ারী সোহেল, আফতাব উদ্দিন শাকিলসহ আরও অনেকে।

চাঁদপুর কমিউনিটির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও তারা এ ধরনের ধর্মীয় ও সামাজিক আয়োজন অব্যাহত রাখবে। এই আয়োজন প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য আরও দৃঢ় করেছে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন