গতকাল ২৪ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ওহাইও স্টেট আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত।বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জর্জিয়া বিএনপির সভাপতি জনাব নাহিদুল খান সাহেল।
প্রধান অতিথি তার বক্তব্যে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের কিছু দিক নির্দেশনা তুলে ধরেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওহাইও স্টেট ইউনিভার্সিটি র প্রফেসর ডক্টর রফিক ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওহাইও বিএনপি’র যুগ্ন আহবায়ক জনাব জাহাঙ্গীর আলম মিল্টন, অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনা করেন ওহাইও বিএনপি’র সদস্য সচিব সাবেক ছাত্রনেতা জনাব মনিরুল ইসলাম মনি, ইফতার মাহফিলে ওহাইও বিএনপি’র নেতাকর্মী ছাড়াও কমিউনিটি নেতৃবৃন্দ এবং ব্যবসায়িক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।