ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল সিলেটের সিক্সথ ফ্লোর প্রজেক্টে বৃটেনের ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন যুক্তরাজ্যের অনুদানদাতাদের ২০ সেপ্টেম্বর সম্মাননা সার্টিফিকেট ও ডিনার অনুষ্ঠান সফল করার লক্ষ্যে গতকাল ৯ আগস্ট এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেটে (এফএনএইচএফএস)’র সিনিয়র ভাইস চেয়ারম্যান, চ্যানেল এস-র চেয়ারম্যান ও সিক্সথ ফ্লোর প্রজেক্ট প্রধান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি এতে সভাপতিত্ব করেন। সভাটি উপস্থাপন করেন এফএনএইচএফএস ইউকের সাধারণ সম্পাদক মিসবাহ জামাল।
এতে উপস্থিত ছিলেন ফ্রেন্ডস অফ হার্ট ফাউন্ডেশন সিলেট ইউকের সহ-সভাপতি আলহাজ ইছবাহ উদ্দিন, ট্রেজারার আবদাল মিয়া, জয়েন্ট ট্রেজারার রুহি আহাদ, কার্যকরী কমিটির সদস্য শেখ ফারুক আহমদ, দাতা-সদস্য দর্পণ সম্পাদক রহমত আলী, দাতা-সদস্য দৈনিক অধিকার যুক্তরাজ্যের প্রতিনিধি মুহিব উদ্দিন চৌধুরী, দাতা-সদস্য পলি রহমান, সুফি সুহেল আহমদ, চ্যানেল এস-র চীফ রিপোর্টার মুহাম্মদ জুবায়ের ও চিফ ক্যামেরাপারসন রেজাউল করিম মৃধা।
সভায় প্রজেক্ট প্রধান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি ২০ সেপ্টেম্বর লন্ডনের রয়েল রিজেন্সি হলের অনুষ্ঠান কীভাবে সফল করা যায়, সে লক্ষ্যে উপস্থিত সকলের মতামত গ্রহণ করেন। সভায় উপস্থিত সকলেই নিজ নিজ মতামত দেন এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
সভায় ২০ সেপ্টেম্বরের অনুষ্ঠান সফল করতে ফ্রেন্ডস অফ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন সিলেট যুক্তরাজ্যের সকল নতুন ও পুরাতন সদস্যদের অনুরোধ জানানো হয়েছে।