করোনাভাইরাসের বিধিনিষেধ অমান্য করে নির্ধারিত স্থানের বাইরে ঈদের নামাজ আদায় করায় মালয়েশিয়ায় ৪৮ বাংলাদেশিকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ।
জোহর রাজ্যের তামান পেলাঙ্গি এলাকার একটি সুরাউয়ের বাইরে নামাজের জন্য জমায়েত হয়ে করোনাভাইরাস সংক্রান্ত মানসম্মত কার্যপ্রণালীবিধি (এসওপি) ভঙ্গ করার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়। খবর দ্য স্টার।দ্য স্টারের প্রতিবেদনে বলা হয়েছে, করোনার বিধিনিষেধ ভঙ্গ করায় জোহর রাজ্যের তামান পেলাঙ্গি এলাকা থেকে মোট ৪৯ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়। এর মধ্যে ৪৮ জনই বাংলাদেশি।
গতকাল মঙ্গলবার সকালে শত শত বিদেশি সুরাউয়ের বাইরে নামাজ আদায় করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। পেনাং পুলিশের চিফ কমান্ডার মোহাম্মদ শুহাইলি মোহাম্মদ জেইন জানান, হাজতে পাঠানো ব্যক্তিদের মধ্যে ৪৮ জন বাংলাদেশ থেকে আসা এবং একজন স্থানীয়।
পেনাং বর্তমানে করোনাভাইরাস মহামারি থেকে উত্তরণের দ্বিতীয় পর্যায়ের পরিকল্পনার আওতায় রয়েছে। এ সময়ে অভিযোগ পাওয়া গেল গ্রেফতারকৃত ব্যক্তিরা সুরাউয়ের বাইরে খোলা জায়গায় ঈদুল আযহার নামাজ আদায় করছিলেন।