করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে লেবাননে রুবি আক্তার নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৩ ফেব্রুয়ারি) স্থানীয় সময় দুপুরে বাবদা জেলার হাদাত এলাকায় নিজ কক্ষে তিনি মারা যান। তার মরদেহ স্থানীয় হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।
জানা গেছে, দুই সন্তানের জননী রুবি বেগমের বাড়ি পঞ্চগড় জেলার দিঘীগঞ্জ উপজেলার মাটিয়াপাড়া গ্রামে। তার স্বামীর নাম হোসেন খান। রুবি আট বছর আগে গৃহকর্মীর ভিসায় লেবাননে যান। বাবদা জেলার হাদাত এলাকায় থাকতেন তিনি।
এক সপ্তাহ ধরে প্রচণ্ড শ্বাসকষ্টসহ অন্যান্য শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।
গত ১ ফেব্রুয়ারি স্থানীয় একটি হাসপাতালে পরীক্ষা করলে তার করোনা পজিটিভ আসে। এর একদিন পরই তিনি নিজ কক্ষে মৃত্যুবরণ করলেন। পরে স্থানীয় পুলিশ এসে মরদেহ ময়নাতদন্তের জন্য নিজেদের হেফাজতে নিয়ে যায়।