মালয়েশিয়ায় দেয়াল ধসে দুই বাংলাদেশি শ্রমিক গুরুতর আহত হওয়ার ৩ দিন বাদে পিলার পড়ে শরিফুল ইসলাম নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টা ২৫টি মিনিটে সিম্পাং আমপাটের ভালডোর শিল্পাঞ্চল এলাকায় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামা।
৩৩ বছর বয়সী শরিফুল ঘটনাস্থলেই মারা যান। তার ইন্দোনেশিয়ান সহকর্মী হালকা আঘাত পেয়ে হাসপাতালে আছেন।
পেনাং ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের অপারেশনস অফিসার মোহাম্মদ নাজিব হাশিম জানিয়েছেন, জরুরি ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে তারা এক ভুক্তভোগীকে উদ্ধার করতে পারলেও আরেকজন ততক্ষণে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
‘দমকলকর্মীদের স্পেশাল টুল ব্যবহার করে কংক্রিটের পিলার সরাতে হয়েছে। ৩০ মিনিট চেষ্টার পর আমরা বাংলাদেশি শ্রমিককে উদ্ধার করি। ততক্ষণে তিনি মারা যান।’
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন