রেডব্রিজের লিবডেম নেতারা গত রবিবার উডফোর্ড মুসলিম সেন্টার পরিদর্শন করেন। লিবডেম নেতারা সেখানে মুসলিম সেন্টারের বিশিষ্ট ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের সঙ্গে এলাকার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মতবিনিময় করেন।
২৪ অক্টোবর রবিবারের শেষ বিকেলে মসজিদের বাইরে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় লিবডেমের পক্ষে নেতৃত্বে দেন রেডব্রিজের চেয়ারপার্সন সাবেক কাউন্সিলর গুইনেথ ডিকিন্স।
এরআগে অপরাহ্ন আড়াইটায় লিবডেম নেতারা চার্চফিল্ড ওয়ার্ডের ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা চালান এবং বাসিন্দাদের উত্থাপিত এলাকার সমস্যাসমূহ চিহ্নিত করে তার বিবরণ লিপিবদ্ধ করেন।
লিবডেম নেতারা অদূর ভবিষ্যতে মুসলিম সেন্টারের আশেপাশে একটি জনসমাবেশ অনুষ্ঠানের বিষয় নিয়ে সেন্টারের নেতাদের সঙ্গে ইতিবাচক আলোচনার পর বিষয়টি নিয়ে পারস্পরিক সমঝোতা প্রতিষ্ঠিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন লিবডেমের স্থানীয় শাখার ডাইভারসিটি অফিসার ক্যাথি ডেভিস, হেদার লিডল, চার্চফিল্ডের তিনজন কাউন্সিলর পদপ্রার্থী মার্টিন রোসনার, অ্যাশবার্ন হোল্ডার ও মোহাম্মদ অহিদ উদ্দিন, মিসেস সু রোসনার, কারেন জুয়েল, স্পেকট্রাম বাংলা রেডিও ও অনলাইন টিভির পরিচালক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, মোহাম্মদ ইসলাম প্রমুখ।
উডফোর্ডের মুসলিম সেন্টার পরিদর্শনে লিবডেম নেতৃবৃন্দ চার্চফিল্ড ওয়ার্ডের ঘরে ঘরে নির্বাচনী প্রচারণা
সাবস্ক্রাইব
নিরাপদ নিউজ আইডি দিয়ে লগইন করুন
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন