English

19 C
Dhaka
শনিবার, জানুয়ারি ১৮, ২০২৫
- Advertisement -

ইতালিতে হিমায়িত খাদ্যের বিখ্যাত ‘কোচ’ কোম্পানির কর্মীদের মিলনমেলা

- Advertisements -

ইসমাইল হোসেন স্বপন, ইতালি: ইতালিতে তাজা হিমায়িত পণ্যের জন্য বিখ্যাত কোচ (koch) কোম্পানিতে কর্মরত কয়েক শতাধিক কর্মীদের মিলনমেলা ও ডিনার পার্টি অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর ) বোলজানোতে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে কোম্পানি থেকে কর্মীদের জন্য ডিনার পার্টি আয়োজন করে মালিকপক্ষ।

কোম্পানিটিতে দায়িত্বরত মার্তিন গোজার ও টমাসো গোজার অনুষ্ঠান পরিচালনা করেন। অন্যরা এই আয়োজনে সার্বিক সহযোগিতা করেন। এ সময় ভেসেন্জা শাখার প্রধান কাপো কার্লোসহ অন্যান্য কর্মীরা উপস্থিত ছিলেন। কোচ (koch) কোম্পানিতে ৫ বছর, ১০ বছর , ২০ বছর সবচেয়ে ভাল কাজ করা কর্মীদের পুরস্কার এবং ক্রিস্টমাস ডে গিফট দেওয়া হয়। বোলজানোতে শতাধিক কর্মীর উপস্থিতিতে নাচে-গানে মুখরিত হয়ে উঠে নৈশভোজ অনুষ্ঠান।

এসময় প্রবাসী বাংলাদেশিদের ভাল কাজের জন্য কোম্পানির মালিকপক্ষ বাংলাদেশিসহ অন্যান্য দেশের কর্মীদের ভূয়সী প্রশংসা করেন। কোচ কোম্পানি ১৯৮০ সালে ইতালির বোলজানোতে পিটার গোজার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল এবং এখনও এটি হিমায়িত খাবারের একটি গর্বিত প্রতিষ্ঠান।

কোচের বিখ্যাত ফুড গুলোর মধ্যে রয়েছে পিৎজা, পাস্তা সহ অন্যান্য। কোচ কোম্পানী পাইকারি বাণিজ্যের সেক্টরে কাজ করে এবং সেই সাথে খুচরা চেইনে অভ্যন্তরীণ এবং বিদেশে কাজ করে।

কোচ (koch) কোম্পানির গুণগত মানের জন্য অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড, ইংল্যান্ড, নরওয়ে, আয়ারল্যান্ড, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্পেন, পর্তুগাল, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ফ্রান্সসহ আরও দেশে এর শাখা রয়েছে।

Notify of
guest
0 মন্তব্য
সবচেয়ে পুরাতন
সবচেয়ে নতুন Most Voted
Inline Feedbacks
View all comments
Advertisements
সর্বশেষ
- Advertisements -
এ বিভাগে আরো দেখুন